ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকালীন সরকারের যে রূপরেখা দিচ্ছে ঐক্যফ্রন্ট

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮
  • 345

নিউজ ডেস্ক:: প্রথমবার সংলাপের এক সপ্তাহ না পেরোতেই আওয়ামী লীগের সঙ্গে আবার সংলাপে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার ঐক্যফ্রন্টের চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আবার সংলাপের জন্য ৭ নভেম্বর বেলা ১১ টায় সময় দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী গতকাল রোববার রাতে ঐক্যফ্রন্টের সঙ্গে আবার সংলাপে বসার কথা জানিয়েছেন।

ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, গত ১ নভেম্বর রাতে গণভবনে অনুষ্ঠিত সংলাপের পর বেশ কয়েকবার বৈঠকে বসেছে ঐক্যফ্রন্টে নেতারা। আর এসব বৈঠকের আলোচনার পরিপ্রেক্ষিতে নতুন করে সংলাপের বিষয়টি এসেছে। জানা গেছে, এবারের সংলাপে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনের দাবির বদলে তিনটি বিকল্প প্রস্তাব করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

১. মন্ত্রিসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতির অধীনের নির্বাচনের প্রস্তাব দেবে ঐক্যফ্রন্ট।

২. প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই থাকবেন। কিন্তু নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রী পদটি হবে নিষ্ক্রিয় একটি পদ।

৩. রাষ্ট্রপতির নেতৃত্বে শক্তিশালী নির্বাচন কমিশন।

ট্যাগস :

নির্বাচনকালীন সরকারের যে রূপরেখা দিচ্ছে ঐক্যফ্রন্ট

আপডেট সময় : ০৪:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮

নিউজ ডেস্ক:: প্রথমবার সংলাপের এক সপ্তাহ না পেরোতেই আওয়ামী লীগের সঙ্গে আবার সংলাপে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার ঐক্যফ্রন্টের চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আবার সংলাপের জন্য ৭ নভেম্বর বেলা ১১ টায় সময় দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী গতকাল রোববার রাতে ঐক্যফ্রন্টের সঙ্গে আবার সংলাপে বসার কথা জানিয়েছেন।

ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, গত ১ নভেম্বর রাতে গণভবনে অনুষ্ঠিত সংলাপের পর বেশ কয়েকবার বৈঠকে বসেছে ঐক্যফ্রন্টে নেতারা। আর এসব বৈঠকের আলোচনার পরিপ্রেক্ষিতে নতুন করে সংলাপের বিষয়টি এসেছে। জানা গেছে, এবারের সংলাপে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনের দাবির বদলে তিনটি বিকল্প প্রস্তাব করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

১. মন্ত্রিসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতির অধীনের নির্বাচনের প্রস্তাব দেবে ঐক্যফ্রন্ট।

২. প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই থাকবেন। কিন্তু নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রী পদটি হবে নিষ্ক্রিয় একটি পদ।

৩. রাষ্ট্রপতির নেতৃত্বে শক্তিশালী নির্বাচন কমিশন।