ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
  • 461

নীলফামারীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

নীলফামারী প্রতিনিধি
ইজতেমার জন্য প্রস্তুত নীলফামারীর ময়দান
নীলফামারীতে শুরু হলো তিন দিনব্যাপী ইজতেমা। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে আঞ্চলিক ইজতেমার এই আয়োজন।
নীলফামারী সদরের সঙ্গলশী ইউনিয়নের নগর দারোয়ানী সুতাকল (টেক্সটাইল মিল) সংলগ্ন কলোনি মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই ইজতেমা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই আয়োজন।
আয়োজক সূত্রে জানা গেছে, পাঁচটি দেশের ১২০ জন অতিথি অংশ নিচ্ছেন এই আয়োজনে। এছাড়াও দেশি ইসলামিক চিন্তাবিদ ও ঢাকা কাকরাইল মসজিদের মুরুব্বীরা ইজতেমায় ধর্ম ও আখিরাত নিয়ে মূল্যবান বয়ান দেবেন। বিভিন্ন দেশের মুসল্লিদের সুবিধার্থে এসব কয়েকটি ভাষায় অনুবাদ করা হবে।
ইজতেমার আয়োজক কমিটির পক্ষে মো. রকিবুল আলম চৌধুরী ও তামজিদুল আলম শাসন বলেন, ‘সৌদি আরব, ইন্দোনেশিয়া, কাতার, মালয়েশিয়াসহ পাঁচটি দেশের বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত থেকে বয়ান করবেন।’ জেলার ছয় উপজেলার মুসিল্লিরা অংশ নেবেন জানিয়ে রকিবুল আলম জানান, লক্ষাধিক মুসল্লি এতে অংশ নেবেন বলে আশা করছেন তারা।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ বলেন, ‘আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করবে ইজতেমা ময়দানে। এছাড়া বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থাও নিয়েছি আমরা।’
ইজতেমা উপলক্ষে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ট্লেন, ‘ইজতেমা মাঠসহ পুরো এলাকায় পুলিশ ও নীলফামারী র্যা ব-১৩ সিপিসি-২ দায়িত্ব পালন করবে।’
নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ‘ইজতেমা এলাকার চারপাশে সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, ইজতেমায় সাধারণ মুসল্লিদের চলাচলের সুবিধার্থে আশপাশের রাস্তায় ভারি যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।’
নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বলেন, ‘ইজতেমাকে সফলভাবে সম্পন্ন করতে সবাই আন্তরিকভাবে কাজ করছে। জেলার পানি, বিদ্যুৎ, জনস্বাস্থ্য, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, পিডিবিসহ সংশ্লিষ্ট সবগুলো সংস্থা কাজ করছে।’

ট্যাগস :

নীলফামারীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

আপডেট সময় : ০৮:৫৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭

নীলফামারীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

নীলফামারী প্রতিনিধি
ইজতেমার জন্য প্রস্তুত নীলফামারীর ময়দান
নীলফামারীতে শুরু হলো তিন দিনব্যাপী ইজতেমা। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে আঞ্চলিক ইজতেমার এই আয়োজন।
নীলফামারী সদরের সঙ্গলশী ইউনিয়নের নগর দারোয়ানী সুতাকল (টেক্সটাইল মিল) সংলগ্ন কলোনি মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই ইজতেমা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই আয়োজন।
আয়োজক সূত্রে জানা গেছে, পাঁচটি দেশের ১২০ জন অতিথি অংশ নিচ্ছেন এই আয়োজনে। এছাড়াও দেশি ইসলামিক চিন্তাবিদ ও ঢাকা কাকরাইল মসজিদের মুরুব্বীরা ইজতেমায় ধর্ম ও আখিরাত নিয়ে মূল্যবান বয়ান দেবেন। বিভিন্ন দেশের মুসল্লিদের সুবিধার্থে এসব কয়েকটি ভাষায় অনুবাদ করা হবে।
ইজতেমার আয়োজক কমিটির পক্ষে মো. রকিবুল আলম চৌধুরী ও তামজিদুল আলম শাসন বলেন, ‘সৌদি আরব, ইন্দোনেশিয়া, কাতার, মালয়েশিয়াসহ পাঁচটি দেশের বিদেশি মেহমান ইজতেমায় উপস্থিত থেকে বয়ান করবেন।’ জেলার ছয় উপজেলার মুসিল্লিরা অংশ নেবেন জানিয়ে রকিবুল আলম জানান, লক্ষাধিক মুসল্লি এতে অংশ নেবেন বলে আশা করছেন তারা।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ বলেন, ‘আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করবে ইজতেমা ময়দানে। এছাড়া বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থাও নিয়েছি আমরা।’
ইজতেমা উপলক্ষে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ট্লেন, ‘ইজতেমা মাঠসহ পুরো এলাকায় পুলিশ ও নীলফামারী র্যা ব-১৩ সিপিসি-২ দায়িত্ব পালন করবে।’
নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ‘ইজতেমা এলাকার চারপাশে সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, ইজতেমায় সাধারণ মুসল্লিদের চলাচলের সুবিধার্থে আশপাশের রাস্তায় ভারি যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।’
নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বলেন, ‘ইজতেমাকে সফলভাবে সম্পন্ন করতে সবাই আন্তরিকভাবে কাজ করছে। জেলার পানি, বিদ্যুৎ, জনস্বাস্থ্য, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, পিডিবিসহ সংশ্লিষ্ট সবগুলো সংস্থা কাজ করছে।’