নুরুল হুদার কি যোগ্যতা অাছে যে তাকে সিইসি করা হল-ডঃ অাসিফ নজরুল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অাইন বিভাগের অধ্যাপক ডঃ অাসিফ নজরুল বলেন কে এম নুরুল হুদার মাঝে এমন কি যোগ্যতা ছিল যা দেখে তাকে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়েছে ??
কে এম নুরুল হুদাকে বিএনপি প্রথমবার ক্ষমতায় এসে অাস্থায় নিয়ে দুই দুইবার ডিসি করেছে।অার ২য় বার ক্ষমতায় এসে ওএডিসি করেছে।যদি জনতার মঞ্চের সাথে তার কোন সম্পর্ক না থাকতো তাহলে বিএনপি কেন তাকে ওএসডি করতে যাবে????
অাসিফ নজরুল বলেন একটি মানুষ সারা জীবন কাজ করেছে যুগ্ন সচিব পর্যায়ে। তার নাম প্রস্তাব করেছেন তরিকত ফেডারেশন এবং অন্য একটি দল।
অাসিফ নজরুল অারো বলেন বাংলাদেশের সংবিধান অনুয়ায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ক্ষেএে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন ঘটার কথা। এখন অামার যেটা মনে হয়। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির সকল দলের সাক্ষাথের ব্যাবস্থা করা হয়েছে এবং এতো কিছু করা হয়েছে । এই কারণে যে প্রধান নির্বাচন কমিশনার নিধ্যারণের ক্ষেএে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। এই দিকে যেন জনগণের দৃষ্টি না যায়।
তিনি বলেন রাষ্ট্রপতি করেছেন কিংবা সার্চ কমিটির মাধ্যমে হয়েছে এর থেকে বড় কথা হচ্ছে সংবিধান অনুয়ায়ী এই ক্ষেএে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন হওয়া বৈধ। বাংলায় একটা কথা অাছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। অামরা যে ১০ টি নাম পেয়েছিলাম সেই বৃক্ষ থেকে এই ১০ টি নাম এসেছিল তাদের নিয়ে অালোচনা করতেই হবে। যে সার্চ কমিটি করা হয়েছিল সেখানে সৈয়দ মঞ্জুরুল ছাড়া অন্য কারো নিরপেক্ষ ভূমিকা সম্পর্ক নিশ্চিত হওয়ার কোন কারণ নেই।