ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত

নেইমারকে নিয়ে বার্সা-ম্যানইউ অর্থের লড়াই

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫
  • 374

স্পোর্টস ডেস্ক
772
নেইমারকে নিয়ে টানাটানি চূড়ান্ত পর্যায়ে। যে কোন মূল্যে দলে রাখতে চাইছে বার্সেলোনা। ব্রাজিলের এ স্ট্রাইকারকে দলে ভিড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দলবদলের গ্রীষ্মকালীন মওসুমে বাকি আছে আর মাত্র ৪ দিন। এরই মধ্যে নেইমারকে নিশ্চিত করতে চাইছে ম্যানইউ। বার্সেলোনার এ স্ট্রাইকারকে দলে ভিড়ানোর জন্য তারা ৯৫ মিলিয়ন পাউন্ড দিতেও রাজি বলে খবর বেরিয়েছে। নেইমারের বাইআউট ক্লজ ১৩০ মিলিয়ন পাউন্ড। এতে নেইমারকে নিতে হলে ম্যানইউকে মোট গুনতে হবে ২২৫ মিলিয়ন পাউন্ড। কিন্তু এতেও তারা পিছপা না বলে জানা গেছে। এতে বার্সেলোনা যে মহাচিন্তায় পড়েছে তা বোঝা যাচ্ছে তাদের আচরণে। তারাও নেইমারকে অর্থ দিয়ে বেঁধে রাখার পদ্ধতি অবলম্বন করছে। নেইমারের সঙ্গে তাদের ২০১৮ সাল পর্যন্তু চুক্তি আছে। চুক্তি অনুযায়ী প্রতি বছর ব্রাজিলের এ স্ট্রাইকার বেতন হিসেবে পান ৬.৪ মিলিয়ন পাউন্ড। কিন্তু নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ ও বেতন দুটোই বাড়াতে যাচ্ছে বার্সেলোনা। আগামী কয়েক দিনের মধ্যে তারা নেইমারের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াবে বলে জানা গেছে। এছাড়া তার বাইআউট ক্লজও বাড়াচ্ছে তারা। নতুন বাইআউট ক্লজ হতে যাচ্ছে ১৮২ মিলিয়ন পাউন্ড। এতে চুক্তির মেয়াদের মধ্যে কোন ক্লাব তাকে দলে ভিড়াতে চাইলে বার্সেলোনাকে এই পরিমাণ অর্থ দিয়ে তবেই নিতে হবে। গত মওসুমে ট্রেবল শিরোপজয়ী বার্সেলোনার হয়ে ৩৯ গোল করেন নেইমার। এছাড়া লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ১২২ গোলের অংশীদার তিনি। বার্সেলোনায় বাৎসরিক সবচেয়ে বেশি ১৪.৬ মিলিয়ন পাউন্ড বেতন পান মেসি। ৭.৩ মিলিয়ন পাউন্ড পান সুয়ারেজ। আর নেইমারের বেতন ৬.৪ মিলিয়ন পাউন্ড। কিন্তু সামনের চুক্তিকে নেইমারের বেতন প্রায় মেসির কাছাকাছি যাবে বলে জানা গেছে। আর এভাবেই তারা ব্রাজিলের এ স্ট্রাইকারকে ধরে রাখতে চাইছে।
বার্সেলোনায় বেতনে শীর্ষ চার
খেলোয়াড় বাৎসরিক বেতন
লিওনেল মেসি ১৪.৬ মিলিয়ন পাউন্ড
লুইস সুয়ারেজ ৭.৩ মিলিয়ন পাউন্ড
নেইমার ৬.৪ মিলিয়ন পাউন্ড
আন্দ্রেস ইনিয়েস্তা ৫.৫ মিলিয়ন পাউন্ড

ট্যাগস :

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি

নেইমারকে নিয়ে বার্সা-ম্যানইউ অর্থের লড়াই

আপডেট সময় : ১০:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫

স্পোর্টস ডেস্ক
772
নেইমারকে নিয়ে টানাটানি চূড়ান্ত পর্যায়ে। যে কোন মূল্যে দলে রাখতে চাইছে বার্সেলোনা। ব্রাজিলের এ স্ট্রাইকারকে দলে ভিড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দলবদলের গ্রীষ্মকালীন মওসুমে বাকি আছে আর মাত্র ৪ দিন। এরই মধ্যে নেইমারকে নিশ্চিত করতে চাইছে ম্যানইউ। বার্সেলোনার এ স্ট্রাইকারকে দলে ভিড়ানোর জন্য তারা ৯৫ মিলিয়ন পাউন্ড দিতেও রাজি বলে খবর বেরিয়েছে। নেইমারের বাইআউট ক্লজ ১৩০ মিলিয়ন পাউন্ড। এতে নেইমারকে নিতে হলে ম্যানইউকে মোট গুনতে হবে ২২৫ মিলিয়ন পাউন্ড। কিন্তু এতেও তারা পিছপা না বলে জানা গেছে। এতে বার্সেলোনা যে মহাচিন্তায় পড়েছে তা বোঝা যাচ্ছে তাদের আচরণে। তারাও নেইমারকে অর্থ দিয়ে বেঁধে রাখার পদ্ধতি অবলম্বন করছে। নেইমারের সঙ্গে তাদের ২০১৮ সাল পর্যন্তু চুক্তি আছে। চুক্তি অনুযায়ী প্রতি বছর ব্রাজিলের এ স্ট্রাইকার বেতন হিসেবে পান ৬.৪ মিলিয়ন পাউন্ড। কিন্তু নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ ও বেতন দুটোই বাড়াতে যাচ্ছে বার্সেলোনা। আগামী কয়েক দিনের মধ্যে তারা নেইমারের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াবে বলে জানা গেছে। এছাড়া তার বাইআউট ক্লজও বাড়াচ্ছে তারা। নতুন বাইআউট ক্লজ হতে যাচ্ছে ১৮২ মিলিয়ন পাউন্ড। এতে চুক্তির মেয়াদের মধ্যে কোন ক্লাব তাকে দলে ভিড়াতে চাইলে বার্সেলোনাকে এই পরিমাণ অর্থ দিয়ে তবেই নিতে হবে। গত মওসুমে ট্রেবল শিরোপজয়ী বার্সেলোনার হয়ে ৩৯ গোল করেন নেইমার। এছাড়া লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ১২২ গোলের অংশীদার তিনি। বার্সেলোনায় বাৎসরিক সবচেয়ে বেশি ১৪.৬ মিলিয়ন পাউন্ড বেতন পান মেসি। ৭.৩ মিলিয়ন পাউন্ড পান সুয়ারেজ। আর নেইমারের বেতন ৬.৪ মিলিয়ন পাউন্ড। কিন্তু সামনের চুক্তিকে নেইমারের বেতন প্রায় মেসির কাছাকাছি যাবে বলে জানা গেছে। আর এভাবেই তারা ব্রাজিলের এ স্ট্রাইকারকে ধরে রাখতে চাইছে।
বার্সেলোনায় বেতনে শীর্ষ চার
খেলোয়াড় বাৎসরিক বেতন
লিওনেল মেসি ১৪.৬ মিলিয়ন পাউন্ড
লুইস সুয়ারেজ ৭.৩ মিলিয়ন পাউন্ড
নেইমার ৬.৪ মিলিয়ন পাউন্ড
আন্দ্রেস ইনিয়েস্তা ৫.৫ মিলিয়ন পাউন্ড