তথ্য প্রযুক্তি ডেস্ক:: বিশ্বে প্রথমবারের মত সর্বাধুনিক পঞ্চম স্মার্টফোন নির্মাণের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা জেডটিই।
গত রোববার স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই স্মার্টফোন সম্পর্কে ধারণা দেয় প্রতিষ্ঠানটি। তবে এখনই এই ফোন বাজারে আসছে না।
জেডটিইর এক মুখপাত্র জানিয়েছেন, বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের স্মার্টফোন উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। এক সেকেন্ডে ১ গিগাবাইট গতিতে ডাউনলোড করতে সক্ষম।
কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহৃত স্মার্টফোনটিতে অনায়াসে ৩৬০ ডিগ্রি প্যানোরেমিক ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও উপভোগ করা যাবে। পাওয়া যাবে তাৎক্ষণিক ক্লাউড স্টোরেজসহ নানা সুবিধা।
জেডটিই আশাবাদী, অদূর ভবিষ্যতে এই ফাইভজি প্রযুক্তি সব ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হবে। পাশাপাশি ব্যবসায়ী ও সরকারের সঙ্গে অংশীদারিত্বে এই প্রযুক্তি ব্যবহার করে সুবিধা প্রদান করা যাবে।
এই গিগাবিট ফোন দিয়ে দর্শনার্থীদের ফাইভজি প্রযুক্তির মাধ্যমে উচ্চ ডাউনলোড এবং আপলোড গতির একটি আভাস দেওয়া হয়েছে।