ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পোর্তোর স্থায়ী শহীদ মিনারে প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
  • 488

পোর্তোর স্থায়ী শহীদ মিনারে প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

রনি মোহাম্মদ (পোর্তো,পর্তুগাল)_ যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে পর্তুগালের প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর বসবাসরত বাংলাদেশীরা। পোর্তোতে নির্মিত স্থায়ী শহীদ মিনারে প্রথমবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ছাড়াও বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ও পর্তুগালের মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণে শহীদদের স্মরণে এক অালোচনার ও ডিনার অায়োজন করে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র নেতৃবৃন্দ।
পোর্তো’র স্থায়ী শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত রুহুল অামিন সিদ্দিক, এরপর পর্তুগালের সাবেক মন্ত্রী ম্যানুয়েল পিজারো, মার্কো মার্টিনস সহ পর্তুগিজ সংসদ সদস্য ড. ইডারডো সিলভা, ড. থিয়াগো বারবোচা রিবেইরো, ড. লুইচা সেগুইরো, ড.সভেৎলানা আলভেস, কনস্যুলার হাসান অাব্দুল্লা তৌহিদ, বাংলাদেশ কমিউনিটি ইন পোর্তোর নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও কমিউনিটির নানা পেশাজীবী প্রবাসী বাঙ্গালীরা।
এরপর বায়ান্নর শহীদদের স্মরণে মহান মাতৃভাষা দিবস উদযাপন এবং অতিথিদের সম্মানে পোর্তোর হোটেল ক্রাউন প্লাজায় রাত ৯.৩০ মিনিটে এক অালোচনার ও ডিনার পার্টির আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি ইন পর্তোর নেতৃবৃন্দ।
বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অাগত অতিথীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন পোর্তোর প্রবাসী বাংলাদেশীরা।
রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, অামি অত্যন্ত অানন্দিত অাজ অামার পর্তুগালের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার দ্বিতীয় দিন। এজন্য এখানে অাসতে পেরে অামি অত্যন্ত অানন্দিত। প্রবাসে থেকেও বাংলাদেশীরা নিজ দেশের প্রতি, মাতৃভাষার প্রতি অাবেগ ও ভালোবাসা অামাকে মুগ্ধ করে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন মিরাকেল…বৈশ্বিক অর্থনীতি যেখানে বিশাল চ্যালেন্জের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অাপন গতিতে। বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে অর্থনৈতিক অগ্রগতির রোল মডেল।
পর্তুগালের সাবেক মন্ত্রী ম্যানুয়েল পিজারো বলেন, অামি বাংলা বলতে পারি না এজন্য দুঃখ প্রকাশ করছি। পোর্তোর বাংলাদেশীরা অামাদের হৃদয়ে অাছে, এখানে বাংলাদেশীরা বিভিন্ন ব্যাবসায়ী জড়িত থেকে অামাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং অাগামীর দিনগুলোতেও এই ধারা অব্যাহত রাখবেন বলে অামার বিশ্বাস।


বাংলাদেশ কমিউনিটি ইন পোর্তোর সভাপতি শাহ অালম কাজল নতুন রাষ্ট্রদূতকে অনুষ্ঠানে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে বলেন অামরা পোর্তোর বাংলাদেশীরা যেন সর্বদা নিজেদেরকে বাংলাদেশী বলে গর্ব করে বলতে পারি যেজন্য কমিউনিটির উন্নয়নে সর্বক্ষেত্রে নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে সুপরামর্শ ও সহযোগীতা কামনা করছি।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন পোর্তোর সাধারণ সম্পাদক মামুন হাজারি, জামসেদ হোসেন, হারুনুর রশিদ, মোশাররফ হোসেন কিরণ, নাজির অাহমেদ, অাব্দুল অালীম, শাহ জামাল অাজাদ, তৌহিদুল ইসলাম, মহিন অাহমেদ, বেলাল হোসেন, শাহ মোয়াজ্জেম হোসেন, অানোয়ার হোসেন, লিটন অাহমেদ, ফিরোজ অালম, রাকিব অাহমেদ সহ পোর্তোর প্রবাসী সকল বাংলাদেশী।

ট্যাগস :

পোর্তোর স্থায়ী শহীদ মিনারে প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

আপডেট সময় : ০৩:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭

পোর্তোর স্থায়ী শহীদ মিনারে প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

রনি মোহাম্মদ (পোর্তো,পর্তুগাল)_ যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে পর্তুগালের প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর বসবাসরত বাংলাদেশীরা। পোর্তোতে নির্মিত স্থায়ী শহীদ মিনারে প্রথমবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ছাড়াও বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ও পর্তুগালের মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণে শহীদদের স্মরণে এক অালোচনার ও ডিনার অায়োজন করে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র নেতৃবৃন্দ।
পোর্তো’র স্থায়ী শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত রুহুল অামিন সিদ্দিক, এরপর পর্তুগালের সাবেক মন্ত্রী ম্যানুয়েল পিজারো, মার্কো মার্টিনস সহ পর্তুগিজ সংসদ সদস্য ড. ইডারডো সিলভা, ড. থিয়াগো বারবোচা রিবেইরো, ড. লুইচা সেগুইরো, ড.সভেৎলানা আলভেস, কনস্যুলার হাসান অাব্দুল্লা তৌহিদ, বাংলাদেশ কমিউনিটি ইন পোর্তোর নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও কমিউনিটির নানা পেশাজীবী প্রবাসী বাঙ্গালীরা।
এরপর বায়ান্নর শহীদদের স্মরণে মহান মাতৃভাষা দিবস উদযাপন এবং অতিথিদের সম্মানে পোর্তোর হোটেল ক্রাউন প্লাজায় রাত ৯.৩০ মিনিটে এক অালোচনার ও ডিনার পার্টির আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি ইন পর্তোর নেতৃবৃন্দ।
বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অাগত অতিথীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন পোর্তোর প্রবাসী বাংলাদেশীরা।
রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, অামি অত্যন্ত অানন্দিত অাজ অামার পর্তুগালের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার দ্বিতীয় দিন। এজন্য এখানে অাসতে পেরে অামি অত্যন্ত অানন্দিত। প্রবাসে থেকেও বাংলাদেশীরা নিজ দেশের প্রতি, মাতৃভাষার প্রতি অাবেগ ও ভালোবাসা অামাকে মুগ্ধ করে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন মিরাকেল…বৈশ্বিক অর্থনীতি যেখানে বিশাল চ্যালেন্জের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অাপন গতিতে। বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে অর্থনৈতিক অগ্রগতির রোল মডেল।
পর্তুগালের সাবেক মন্ত্রী ম্যানুয়েল পিজারো বলেন, অামি বাংলা বলতে পারি না এজন্য দুঃখ প্রকাশ করছি। পোর্তোর বাংলাদেশীরা অামাদের হৃদয়ে অাছে, এখানে বাংলাদেশীরা বিভিন্ন ব্যাবসায়ী জড়িত থেকে অামাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং অাগামীর দিনগুলোতেও এই ধারা অব্যাহত রাখবেন বলে অামার বিশ্বাস।


বাংলাদেশ কমিউনিটি ইন পোর্তোর সভাপতি শাহ অালম কাজল নতুন রাষ্ট্রদূতকে অনুষ্ঠানে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে বলেন অামরা পোর্তোর বাংলাদেশীরা যেন সর্বদা নিজেদেরকে বাংলাদেশী বলে গর্ব করে বলতে পারি যেজন্য কমিউনিটির উন্নয়নে সর্বক্ষেত্রে নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছে সুপরামর্শ ও সহযোগীতা কামনা করছি।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন পোর্তোর সাধারণ সম্পাদক মামুন হাজারি, জামসেদ হোসেন, হারুনুর রশিদ, মোশাররফ হোসেন কিরণ, নাজির অাহমেদ, অাব্দুল অালীম, শাহ জামাল অাজাদ, তৌহিদুল ইসলাম, মহিন অাহমেদ, বেলাল হোসেন, শাহ মোয়াজ্জেম হোসেন, অানোয়ার হোসেন, লিটন অাহমেদ, ফিরোজ অালম, রাকিব অাহমেদ সহ পোর্তোর প্রবাসী সকল বাংলাদেশী।