নিউজ ডেস্ক:: সাতক্ষীরার আশাশুনিতে শারিরীক ও মানসিক প্রতিবন্ধী মেয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে তাকে বিষ খাইয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।মায়ের নাম শান্তি রানি মণ্ডল (৩৬) ও মেয়ের নাম তমালিকা মণ্ডল (৯)। শান্তি ওই গ্রামের দিনমজুর উত্তম মণ্ডলের স্ত্রী।
এলাকাবাসী জানান, শারিরীক ও মানসিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অনেক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রতিবন্ধী মেয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে তাকে বিষ খাইয়ে হত্যার পর মাও বিষ খেয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যন আব্দুল আলিম বলেন, আমিও ঘটনা শুনেছি। তবে প্রকৃত রহস্য কি তা এখনও জানা যায়নি।আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, শারিরীক ও মানসিক প্রতিবন্ধী মেয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে মা শান্তি মণ্ডল মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর তিনিও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।