ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী হতে চান মালালা

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫
  • 316

1462
একদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্খা প্রকাশ করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। শনিবার ভারতের বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ইন্ডিয়া টুডে টিভিতে দেয়া এক সাক্ষাতকারে এমন আশার কথা জানিয়েছেন মালালা। ওই টেলিভিশন তার একটি সাক্ষাতকার নিয়েছে। এ সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে বিরাট একটি অনুপ্রেরণা হিসেবে দেখেন বলে জানান মালালা। তিনি বলেন, অনেক মানুষই মনে করেন একজন নারী কেন নেত্রী হবেন। বেনজির ভুট্টো আমাদের দেখিয়েছেন যে, একজন নারীও দেশের নেতা হতে পারেন। তাকে এ সময় জিজ্ঞেস করা হয়, তিনি কি বেনজিরের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান। জবাবে মালালা বলেন, আশা রাখি। যদি মানুষ আমাকে ভোট দেয় তাহলে প্রধানমন্ত্রী হতে চাই। তবে আমার স্বপ্ন শিশুদের শিক্ষা অর্জনে সহায়তা করা। সমাজে পরিবর্তন আনতে অনেক পথ আছে। মালালা বলেন, ভবিষ্যত প্রজন্মকে সন্ত্রাস বিরোধী হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষায় বিনিয়োগ করতে হবে। আমাদের এক্ষেত্রে অস্ত্র হিসেবে যা প্রয়োজন হবে তা হলো বই, কলম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী হতে চান মালালা

আপডেট সময় : ০৯:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫

1462
একদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্খা প্রকাশ করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই। শনিবার ভারতের বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ইন্ডিয়া টুডে টিভিতে দেয়া এক সাক্ষাতকারে এমন আশার কথা জানিয়েছেন মালালা। ওই টেলিভিশন তার একটি সাক্ষাতকার নিয়েছে। এ সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে বিরাট একটি অনুপ্রেরণা হিসেবে দেখেন বলে জানান মালালা। তিনি বলেন, অনেক মানুষই মনে করেন একজন নারী কেন নেত্রী হবেন। বেনজির ভুট্টো আমাদের দেখিয়েছেন যে, একজন নারীও দেশের নেতা হতে পারেন। তাকে এ সময় জিজ্ঞেস করা হয়, তিনি কি বেনজিরের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান। জবাবে মালালা বলেন, আশা রাখি। যদি মানুষ আমাকে ভোট দেয় তাহলে প্রধানমন্ত্রী হতে চাই। তবে আমার স্বপ্ন শিশুদের শিক্ষা অর্জনে সহায়তা করা। সমাজে পরিবর্তন আনতে অনেক পথ আছে। মালালা বলেন, ভবিষ্যত প্রজন্মকে সন্ত্রাস বিরোধী হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষায় বিনিয়োগ করতে হবে। আমাদের এক্ষেত্রে অস্ত্র হিসেবে যা প্রয়োজন হবে তা হলো বই, কলম।