ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে সকালে মাঠে নামছে মুশফিকরা

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • 376


ক্রীড়া প্রতিবেদক

আগামী ৭ মার্চ গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে নিজেদের একটু ঝালিয়ে নিতে স্বাগতিকদের বিরুদ্ধে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

মোরাতুয়ার টাইরোন্নে ফারনান্দো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ও শুক্রবার। দুইদিনই খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটা থেকে। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজ শুরুর আগেও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

গত ২১ ফেব্রুয়ারি টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকুর রহিমকে অধিনায়ক করে ঘোষিত দলে ডাক পান পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। জায়গা পান রুবেল হোসেন। বাদ পড়েন ইমরুল কায়েস।

২৩ ফেব্রুয়ারি থেকে মিরপুরে অনুশীলন চালিয়ে যায় টাইগাররা। ২৭ ফেব্রুয়ারি স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কায় পা রাখেন মুশফিকুর রহিমরা। সেখানে কিছু সময় বিশ্রাম করে সবাই মিলে বেরিয়ে পড়েন মধুর সময় কাটাতে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে মুশফিক-মাশরাফিরা। ৭ মার্চ গলে শুরু হবে দুই টেস্টের প্রথমটি। এরপর ১৫ মার্চ কলম্বোতে শুরু হবে শেষ টেস্ট। এরপর স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৫, ২৮ মার্চ ও ১ এপ্রিল। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে আগামী ৪ ও ৬ এপ্রিল।

টেস্ট স্কোয়াড (বাংলাদেশ):

মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বী।

টেস্ট স্কোয়াড (শ্রীলঙ্কা):

রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), দিমুথ করুণারত্নে, নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, আসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদ্বীপ, ভিকুম সঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, মালিন্দা পুষ্পকুমারা।

ট্যাগস :

প্রস্তুতি ম্যাচে সকালে মাঠে নামছে মুশফিকরা

আপডেট সময় : ০২:২৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭


ক্রীড়া প্রতিবেদক

আগামী ৭ মার্চ গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে নিজেদের একটু ঝালিয়ে নিতে স্বাগতিকদের বিরুদ্ধে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

মোরাতুয়ার টাইরোন্নে ফারনান্দো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ও শুক্রবার। দুইদিনই খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটা থেকে। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজ শুরুর আগেও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

গত ২১ ফেব্রুয়ারি টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকুর রহিমকে অধিনায়ক করে ঘোষিত দলে ডাক পান পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। জায়গা পান রুবেল হোসেন। বাদ পড়েন ইমরুল কায়েস।

২৩ ফেব্রুয়ারি থেকে মিরপুরে অনুশীলন চালিয়ে যায় টাইগাররা। ২৭ ফেব্রুয়ারি স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কায় পা রাখেন মুশফিকুর রহিমরা। সেখানে কিছু সময় বিশ্রাম করে সবাই মিলে বেরিয়ে পড়েন মধুর সময় কাটাতে।

প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে মুশফিক-মাশরাফিরা। ৭ মার্চ গলে শুরু হবে দুই টেস্টের প্রথমটি। এরপর ১৫ মার্চ কলম্বোতে শুরু হবে শেষ টেস্ট। এরপর স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ২৫, ২৮ মার্চ ও ১ এপ্রিল। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে আগামী ৪ ও ৬ এপ্রিল।

টেস্ট স্কোয়াড (বাংলাদেশ):

মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বী।

টেস্ট স্কোয়াড (শ্রীলঙ্কা):

রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), দিমুথ করুণারত্নে, নিরোশান ডিকওয়েলা, উপুল থারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, আসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদ্বীপ, ভিকুম সঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সান্দাকান, মালিন্দা পুষ্পকুমারা।