বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশের উন্নয়ন ও অগ্রগতির ফলে বাংলাদেশ বিশ^দরবারে সুপরিচিতি লাভ করেছে। তিনি বলেন, যোগ্য পিতার যোগ্য কন্যা দেশের প্রধানমন্ত্রী থাকায় সর্বস্তরের জনগণ জান-মালের নিরাপত্তা পেয়ে শান্তিতে বসবাস করছেন। তাই দেশের স্বার্থে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ড. এ.কে আব্দুল মোমেন ২২ অক্টোবর সোমবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. এ.কে আব্দুল মোমেনের সহধর্মিনী মিসেস সেলিনা মোমেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকলিমা বেগম, সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী মাহমুদা নাজিম রুবি, পারুল মজুমদার, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন ও গোপাল রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, প্রচার সম্পাদক অরুপ রায়, সহ প্রচার সম্পাদক এডভোকেট আবুল কাশেম, দপ্তর সম্পাদক এডভোকেট জয়ন্ত ধর, সহ দপ্তর সম্পাদক এডভোকেট আকবর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলমগীর হোসেন, সহ সম্পাদক সুহেল আহমদ, সমাজসেবা সম্পাদক অধ্যাপক জান্নাতারা খান পান্না, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাসলিমা বেগম, সহ সম্পাদক শামীমা আক্তার ঝিনু, তাসলিমা লস্কর, ফাউন্ডেশনের ওয়ার্ড জাকারিয়া হোসেন জাকির, নার্গিস উর্মি, এডভোকেট আবুল হোসেন, রাহাত তাপাদার প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আগামী সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ড. এ.কে আব্দুল মোমেনকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানান।