ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরুণা মাদরাসার সালানা ইজলাছ ১৭ ফেব্রুয়ারী

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • 603

কুতবে দাওরান,মুজাদ্দিদে যামান আল্লামা লুৎফুর রহমান শায়খে বরুণী রহ.’র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আন্ওয়ারুল উলুম হামিদনগর বরুণা (মৌলভীবাজার,শ্রীমঙ্গল)মাদরাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন (সালানা ইজলাছ) আগামী ১৭ ফেব্রুয়ারী, শুক্রবার অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের বৃহৎ এই ইসলামী মহাসম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত উলামা-মাশায়েখ ও ইসলামী স্কলারবৃন্দ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। বরুণা মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা খলীলুর রহমান হামিদী উক্ত মহাসম্মেলনের সফলতার জন্য দেশ-বিদেশের দ্বীন দরদী সর্বস্তরের তাওহিদী জনতার আন্তরিক দুআ, সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। এদিকে বরুনার সম্মেলনে যোগদানের জন্য শুক্রবার দেশে ফিরেছেন মাওলানা শেখ নুরে আলম হামিদী,শেখ হাদী আলম হামিদী প্রমুখ

ট্যাগস :

বরুণা মাদরাসার সালানা ইজলাছ ১৭ ফেব্রুয়ারী

আপডেট সময় : ০৯:১৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭

কুতবে দাওরান,মুজাদ্দিদে যামান আল্লামা লুৎফুর রহমান শায়খে বরুণী রহ.’র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া লুৎফিয়া আন্ওয়ারুল উলুম হামিদনগর বরুণা (মৌলভীবাজার,শ্রীমঙ্গল)মাদরাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন (সালানা ইজলাছ) আগামী ১৭ ফেব্রুয়ারী, শুক্রবার অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগের বৃহৎ এই ইসলামী মহাসম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত উলামা-মাশায়েখ ও ইসলামী স্কলারবৃন্দ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। বরুণা মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা খলীলুর রহমান হামিদী উক্ত মহাসম্মেলনের সফলতার জন্য দেশ-বিদেশের দ্বীন দরদী সর্বস্তরের তাওহিদী জনতার আন্তরিক দুআ, সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। এদিকে বরুনার সম্মেলনে যোগদানের জন্য শুক্রবার দেশে ফিরেছেন মাওলানা শেখ নুরে আলম হামিদী,শেখ হাদী আলম হামিদী প্রমুখ