নিজস্ব সংবাদদাতা : জাস্টিস ফর আওয়ার (Justice for our neighbours) শ্লোগান বুকে ধারণ করে অনলাইন পোর্টাল দৈনিক “বাংলাস্টেটমেন্ট” পত্রিকায় স্পেশাল করসপন্ডেন্ট পদে নিয়োগ পেলেন মোহাম্মদ মহিউদ্দিন।
অনলাইন পত্রিকার সম্পাদক তোফায়েল আহম্মেদ খান সায়েক এর স্বাক্ষরিত নিয়োগপত্র ( স্মারক নং-০১-০৩ প্রাইজ/২০১৭(০৩) মুলে ০১ মার্চ ২০১৭ থেকে এ পদে নিয়োগ কার্যকর করেন।
গত ৪ বছর ধরে দৈনিক গণতদন্ত পত্রিকায় সহকারী ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আরো অনেক অনলাইন পোর্টালে সাংবাদিকতায় নিয়োজিত আছেন। এর আগে সিলেটের আলাপ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। বর্তমানে মালয়েশিয়ায় অনলাইন নিউজ পোর্টাল ‘মালয়েশিয়াকিনি’তে “ওয়েব এডিটর” পদে কর্মরত আছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি মানবাধিকার সংস্থার সিলেট বিভাগীয় পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার আজিবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি আরো সামাজিক কর্মকান্ডে সাথে নিরবে সেবা করে যাচ্ছেন।