বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে একুশে ফেব্রুয়ারী পালন
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মরণে বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি ,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে বার্মিংহাম মাল্টিপারপাস সেন্টারে শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন । পরে বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল খালিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল লতিফ জেপি, সাবেক আহবায়ক কাজী আংগুর মিয়া, সিনিয়র সহ সভাপতি হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ ফয়ছল, সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, ও বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাবরুল হোসেন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিক মিয়া, ওয়ালী মুক্তা, বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুর রহমান রফু,আব্দুল কবির, মজনু মিয়া, রাসেল আহমদ, বুরহান মিয়া, আব্দুল কাইয়ুম, সৈয়দ রুপন আলী, কবির আহমেদ,ছালিক লোদী,সাব্বির আহমেদ, গনি মিয়া, নুরুজ্জামান, মিরন মিয়া মিলন, জামিল আহমেদ, সুহেল মিয়া, আব্দুর নুর সুহেল ও সাজু আহমেদ সহ আরো অনেকে । পথ বক্তারা বলেন একুশ মানে মাথা উচু করে দাড়ানো ,চেতনার বহ্নিশিখা হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারী। সালাম, রফিক, বরকত এই অতি সাধারন কয়েকটি নামের মধ্য লুকিয়ে ছিলো এক অসাধারন নিউক্লিয়াস, এক মহান স্বাধীনতা .. বিপ্লবের পটভূমি। ১৪ ফাল্গুন আমাদেরকে শিকরের কাছে ফিরে যেতে কিংবা আত্ম পরিচয়ের সন্ধান দেয়। বিপরীতে স্রোতে লড়াই করে টিকে থাকার মধ্যে দিয়ে প্রোথিত যে স্বাধীনতার বীঁজ তাকে বিজয়ের বন্দরে পৌঁছে দেওয়ার প্রথম সোপান হচ্ছে একুশ। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মানে কারো কাছে নতজানু হওয়া বা এক অসম গোলামী চুক্তিতে আবদ্ধ হয়ে থাকা নয় ? আমার দেশের ১৬ কোটি জনতা ভাগ্যলিপি নির্ধারণ করবো আমরা , ভারত নয়। গণতন্ত্র, ভোটের অধিকার, ব্যক্তি ও বাকস্বাধীনতা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাভাবিক বাঁচার গ্যারান্টি .. আইন, বিচার ও সংবিধানকে রক্ষার জন্য আরও একটি ন্যায়ের যুদ্ধে শরিক হওয়ার জন্য দেশপ্রেমিক জনতাকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। মহান একুশে ভাষার অধিকার প্রতিষ্ঠার মাসে এই অঙ্গীকারকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই।