ঢাকা: বিএনপির নেতৃত্ব মেধা শুন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধনীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় গ্রন্থকেন্দ্রে কৃষক লীগের আয়োজনে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ মন্তব্য করেন
কৃষিমন্ত্রী মতিয়া বলেন,“বিএনপির নেতারা এখন বলছে কানাডার আদালতের রায় আওয়ামী লীগের প্রভাবের কারণে হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের আমরা দেশে ফিরিয়ে আনতে পারছিনা, অথচ ওই দেশে নাকি আমরা আদালতকে প্রভাবিত করেছি। এটা বিএনপির রাজনৈতিক দিউলিয়াত্বের প্রমাণ।’
“বিএনপির নেতারা এখন পাগলের প্রলাপ বকছে। উন্মাদ ছাড়া কেউ কানাডার আদালতের রায় নিয়ে এমন কথা বলতে পারে না। এতে প্রমানিত হয় তাদের নেতৃত্ব কত মেধা শুন্য।”
মহান একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে বিএনপির চেয়ারপারসনসহ নেতাদের উঠার সমালোচনা করে মতিয়া বলেন,“বঙ্গবন্ধুর পর ১৯৯৬ সালের পরে শেখ হাসিনাই জাতিসংঘে বাংলায় বক্তব্য দিয়েছেন। এর মধ্যে বিএনপি ক্ষমতায় ছিল বাংলায় বক্তব্য দেয়ার চিন্তাও করেনি। তারা ভাষাকে কিভাবে মূল্য দিবে? আর এই কারণেই শহীদ মিনাের মূল বেদিতে খালেদা জিয়া নেতাদের নিয়ে উঠে পড়েছেন।”
কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন আলোচনা সভার সভাপতিত্ব করেন।