নিউজ ডেস্ক:: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে বৃহস্পতিবার বিকাল ৪টায় সিইসি কেএম নুরুল হুদার সাক্ষাৎ করার কথা রয়েছে। এসময় সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার থাকবেন।
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তিনি বলেন, রাষ্ট্রপতিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা অবহিত করব।