মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ-এর গ্রাহকদের জন্য ডিজিটাল ঋণের পরিমাণ বাড়িয়েছে সিটি ব্যাংক। এখন থেকে যোগ্য গ্রাহকেরা বিকাশ অ্যাপ ব্যবহার করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। আগে এই সীমা ছিল ৩০ হাজার টাকা।
বুধবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিকাশ। এতে বলা হয়, ব্যবহারকারীর লেনদেনের ধরন এবং ঋণ পরিশোধের রেকর্ড অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে কে কত টাকা ঋণ পাবেন।
ঋণ নিতে কাগজপত্র নয়, লাগবে শুধু বিকাশ অ্যাপ
সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে ২০২১ সালে চালু হওয়া এই ডিজিটাল ঋণসেবার আওতায় এখন পর্যন্ত প্রায় ১০ লাখ গ্রাহক ৫৫ লাখের বেশি বার ঋণ নিয়েছেন। টাকার পরিমাণে যার পরিমাণ প্রায় ২,৮০০ কোটি টাকা।
ঋণ নিতে হলে গ্রাহককে বিকাশ অ্যাপে প্রবেশ করে ‘Loan’ অপশনে ক্লিক করে প্রস্তাবিত সীমার মধ্যে ঋণের পরিমাণ লিখতে হবে। এরপর শর্তাবলি পড়ে সম্মতি দিয়ে অ্যাকাউন্ট পিন দিয়ে লেনদেন নিশ্চিত করলেই তাৎক্ষণিকভাবে টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
ঋণ পরিশোধ পদ্ধতি সহজ ও নমনীয়
ঋণের মেয়াদ সর্বোচ্চ ছয় মাস। নির্ধারিত তারিখে কিস্তির টাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। চাইলে গ্রাহক আগেভাগেই আংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন, এবং এক্ষেত্রে শুধুমাত্র ব্যবহৃত সময়ের জন্য সুদ দিতে হবে—অতিরিক্ত কোনো চার্জ নয়।
ঋণ পাওয়ার যোগ্যতা বাড়াতে নিয়মিত লেনদেনের পরামর্শ
বিকাশ জানিয়েছে, যাঁরা এখনো এই ডিজিটাল ঋণসেবার আওতায় আসেননি, তাঁরা নিয়মিত পেমেন্ট, সেভিংস, অ্যাড মানি ইত্যাদি ব্যবহার করে যোগ্যতা অর্জন করতে পারেন।
এই উদ্যোগকে দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও ফিনটেক খাতে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
সংক্ষিপ্ত হাইলাইটস:
-
সর্বোচ্চ ঋণ সীমা: ৫০,০০০ টাকা
-
আগের সীমা: ৩০,০০০ টাকা
-
জামানত বা কাগজপত্র প্রয়োজন নেই
-
মেয়াদ: সর্বোচ্চ ৬ মাস
-
সুদ: কেবল ব্যবহৃত সময় অনুযায়ী
-
কিস্তি কাটা হবে স্বয়ংক্রিয়ভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে