এ কেমন কথা হঠাৎ জনপ্রিয় উপস্থাপক-পরিচালক দেবাশীষ বিশ্বাসের নাম বদলে গেল! পারিবারিক পদবী ঠিকই আছে, তবে বদলেছে তার আসল নাম। ‘দেবাশীষ’ বদলে তার নতুন নাম হয়েছে ‘তাজুল ইসলাম’! এবং ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায়।
এটি ঘটেছে দেবাশীষ বিশ্বাসের ফেসবুক ফ্যান পেজে। তাও আবার সেটি ফেসবুক কর্তৃক ভ্যারিফায়েড! আর নামের এই পরিবর্তনে প্রশ্ন উঠছে, তবে কি দেবাশীষ বিশ্বাস হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন?
আর ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট কিংবা পেজ তো আর চাইলেই হ্যাক করা সম্ভব নয়। তবে তিনি কি স্বেচ্ছায় এই বার্তা দিলেন। এদিকে তার প্রোফাইল ছবিটিও বদলে ফেলা হয়েছে।
এদিকে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘বিষয়টি নিয়ে অস্থিরতার কিছু নেই। আমি এখন শুটিংয়ে ব্যাস্ত আছি। এ বিষয়ে পরে বলবো।’