নিউজ ডেস্ক:: সিলেটের বিশ্বনাথে অজ্ঞাতপরিচয় এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টায় বিশ্বনাথ-রামপাশা সড়কের রামপাশা এলাকাধীন পেট্রল পাম্পের উত্তরপাশে ইছবর আলীর বাড়ির সামনের রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটু দূরে বাশের ঝাপ থেকে লাশের মস্তক উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার এসআই রিগ্যান বলেন, রাস্তার ওপর দ্বিখণ্ডিত একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
অন্য কোথায় তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ওই স্থানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।