নিউজ ডেস্ক:: যশোরে ২০টি স্বর্ণবারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক টিটু বিশ্বাস একজন পশু চিকিৎসক। তিনি বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার রাতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে এসব স্বর্ণবারসহ টিটু বিশ্বাসকে আটক করা হয়। জব্দকৃত এসব স্বর্ণবারের ওজন দুই কেজি ৩৪০ গ্রাম।
২১ বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।