বেরোবি বই মেলা জমজমাট, আজকে শেষ দিন
স্টাফ রিপোর্টার।।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন ‘রনন-গুঞ্জনের’ উদ্যোগে (১২ থেকে ১৫ ফেব্রুয়ারি) মোট চারদিনের বইমেলা শুরু হয়েছে গত ১২ ই ফেব্রুয়ারি। মেলায় বেগম রোকেয় বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন ধরনের বইয়ের স্টল দেয়া হয়েছে। মেলায় ছোটবড় সর্বমোট ১৮ টি স্টল রয়েছে । ধারনা করা হচ্ছে, মেলায় চার দিনে প্রায় এক হাজারের অধিক বই বিক্রি হতে পারে।
মেলার ৬ নম্বর স্টলটি উদীচী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার। উদীচী বেরোবি শাখার সভাপতি ওয়াদুদ সাদমান প্রতিবেদক কে বলেন ‘বইমেলার ১ম দিনে আমাদের স্টল থেকে ২০ টিরও অধিক বই বিক্রি হয়েছে।
কোন ধরনের বই বেশি বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন ধরনের উপন্যাস, নাটক, প্রবন্ধের বই, জীবনি গ্রন্থ এবং রান্নাবান্নারসহ সব ধরনের বই আমাদের স্টলে আছে। তবে উপন্যাস এবং রান্নাবান্নার বইয়ের চাহিদা তুলনামুলক বেশী। ’
মেলায় বিশ্ববিদ্যালয় ছাড়াও রংপুর শহরের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন স্বর্তস্ফ’র্তভাবে অংশগ্রহন করছে।
বেরোবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হসান শিশির বলেন, ‘বইপ্রেমিদের জন্য বইমেলা নিসন্দেহে একটি সুখবর। এরকম একটি বইমেলায় আয়োজন করায় আমি খুবই আনন্দিত । কারন এখানে আমার ইচ্ছামত যেকোন ধরনের বই দেখতে এবং কিনতে পারছি। সেজন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেইসাথে প্রতিবছর এরকম বইমেলার আয়োজন করার অনুরোধ জানাচ্ছি।
মেলায় বই কেনার জন্য বিশ্ববিদ্যালয় বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের আগমনও চোখে পড়ার মত।তাছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি অবিভাবকেরাও ভিড় জমাচ্ছেন মেলায়।
উল্লেখ্য যে মেলার প্রথম দিনে ৮ টি বইযের মোড়ক উন্মোচন করেন মেলার উদ্বোধক এবং বিশিষ্ট কথা সাহিত্যিক হায়দার বসুনিয়া। এছাড়া মেলা চলাকালিন সময়ে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হযেছে বলে জানান মেলা কতৃপক্ষ।আজ ১৫ই ফেব্রুয়ারি মেলার শেষ দিন।