ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে গুলিতে কিশোর নিহত, ৫ পুলিশ গ্রেপ্তার

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫
  • 337

1398
ব্রাজিলে পুলিশের গুলিতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা নিহত কিশোরের হাতে একটি আগ্নেয়াস্ত্র রাখছেন—মোবাইল ফোনের ভিডিও ফুটেজে এমনটা দেখা যাওয়ার পর তাদের গ্রেফতার করা হলো। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে-পড়া ওই ফুটেজে ১৭ বছর বয়সী এদুয়ার্দো ভিক্টরের রক্তাক্ত দেহের পাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদের মধ্যে একজন কর্মকর্তা নিহত কিশোরের হাতে একটি অস্ত্র রাখছেন বলে মনে হয়। পুলিশ বলছে, তারা আক্রমণের শিকার হয়েছিলেন এবং আত্মরক্ষার্থে কাজ করেছেন।

তবে কিশোরের পরিবারের দাবি, তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো থেকে বিবিসির এক সাংবাদিক জানিয়েছেন, শহরটিতে যাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হয়, পুলিশের বিরুদ্ধে তাদের প্রতি প্রায়ই বিচার-বহির্ভূত ব্যবস্থা গ্রহণের অভিযোগ রয়েছে।

ঘটনার একজন প্রত্যাক্ষদর্শী ব্রাজিলের গ্লোব টিভি নেটওয়ার্ককে জানান—ওই কিশোর আত্মসমর্পণ করেছিল। তিনি বলেন, ‘সে সশস্ত্র থাকলেও আত্মসমর্পন করে। সে তার হাত উঠানোর পর, তারা তাকে গুলি করে।’

বিবিসির প্রতিনিধি জানান, স্থানীয় এক অধিবাসীর ধারণ করা ভিডিওতে একজন পুলিশকে ফাঁকা গুলি ছুঁড়তেও দেখা যায়। ওই কিশোর গুলি ছুঁড়েছে—সম্ভবত এ রকমটা বোঝাতে এটা করা হয়।

তবে পুলিশ কর্মকর্তাদের এক আইনজীবী বলেন, তারা অগ্নেয়াস্ত্রটি নিরাপদ করতে তা খালি করছিল।

এ ঘটনায় পুলিশের বক্তব্য হলো, ওই কিশোর অপরাধী একটি চক্রের সদস্য যারা টহল পুলিশের ওপর হামলা করে।

এদিকে হত্যাকাণ্ডের সমালোচনা করে এবং ‘দৃষ্টান্তমূলক শাস্তির’ প্রতিশ্রুতি দিয়ে রিও ডি জেনিরোর প্রাদেশিক নিরাপত্তা সচিব হোসে মারিয়ানো বেলট্রামে একটি বিবৃতি দিয়েছেন। বুধবার ওই কিশোরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় এবং শোক অনুষ্ঠানে যোগ দেয়া কিছু মানুষ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্যানার বহন করে।

ট্যাগস :

ব্রাজিলে গুলিতে কিশোর নিহত, ৫ পুলিশ গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫

1398
ব্রাজিলে পুলিশের গুলিতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা নিহত কিশোরের হাতে একটি আগ্নেয়াস্ত্র রাখছেন—মোবাইল ফোনের ভিডিও ফুটেজে এমনটা দেখা যাওয়ার পর তাদের গ্রেফতার করা হলো। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে-পড়া ওই ফুটেজে ১৭ বছর বয়সী এদুয়ার্দো ভিক্টরের রক্তাক্ত দেহের পাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদের মধ্যে একজন কর্মকর্তা নিহত কিশোরের হাতে একটি অস্ত্র রাখছেন বলে মনে হয়। পুলিশ বলছে, তারা আক্রমণের শিকার হয়েছিলেন এবং আত্মরক্ষার্থে কাজ করেছেন।

তবে কিশোরের পরিবারের দাবি, তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো থেকে বিবিসির এক সাংবাদিক জানিয়েছেন, শহরটিতে যাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হয়, পুলিশের বিরুদ্ধে তাদের প্রতি প্রায়ই বিচার-বহির্ভূত ব্যবস্থা গ্রহণের অভিযোগ রয়েছে।

ঘটনার একজন প্রত্যাক্ষদর্শী ব্রাজিলের গ্লোব টিভি নেটওয়ার্ককে জানান—ওই কিশোর আত্মসমর্পণ করেছিল। তিনি বলেন, ‘সে সশস্ত্র থাকলেও আত্মসমর্পন করে। সে তার হাত উঠানোর পর, তারা তাকে গুলি করে।’

বিবিসির প্রতিনিধি জানান, স্থানীয় এক অধিবাসীর ধারণ করা ভিডিওতে একজন পুলিশকে ফাঁকা গুলি ছুঁড়তেও দেখা যায়। ওই কিশোর গুলি ছুঁড়েছে—সম্ভবত এ রকমটা বোঝাতে এটা করা হয়।

তবে পুলিশ কর্মকর্তাদের এক আইনজীবী বলেন, তারা অগ্নেয়াস্ত্রটি নিরাপদ করতে তা খালি করছিল।

এ ঘটনায় পুলিশের বক্তব্য হলো, ওই কিশোর অপরাধী একটি চক্রের সদস্য যারা টহল পুলিশের ওপর হামলা করে।

এদিকে হত্যাকাণ্ডের সমালোচনা করে এবং ‘দৃষ্টান্তমূলক শাস্তির’ প্রতিশ্রুতি দিয়ে রিও ডি জেনিরোর প্রাদেশিক নিরাপত্তা সচিব হোসে মারিয়ানো বেলট্রামে একটি বিবৃতি দিয়েছেন। বুধবার ওই কিশোরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় এবং শোক অনুষ্ঠানে যোগ দেয়া কিছু মানুষ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্যানার বহন করে।