ঢাকা: ৯৬.৪ এফএম রেডিও স্টেশনের অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে সম্প্রতি একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওতে অশালীন গানের সাথে আরজে তাজের সাথে অশালীন ভঙ্গিতে নাচতে দেখা যায় অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেমকে।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। যদিও ওই রেডিও তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে ফেলে।
বিষয়টি নিয়ে শেহতাজের সাথে কথা বলার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি। ভিডিওতে দেখা যায় রেডিও জকি ‘ফুল দিও কলি দিও কাঁটা দিও না, আস্তে আস্তে চুমু দিও কামড় দিও না’ এমন কথার গানের সাথে ইঙ্গিতপূর্ণভাবে নাচছেন।
এদিকে একই ধরনের কুরুচির পরিচয় দেওয়া হলো লালন নাইট নামের আরেকটি ভিডিওতে। ‘লালন নাইট’ বলা হলেও বাজানো হয়েছে কামাল পাশার লেখা বিখ্যাত গান ‘দিল দয়া হয় না’। এ গানটিতেও তাজকে উত্তেজক পোশাক ও অঙ্গভঙ্গিতে দেখা যায়। তাকে সঙ্গ দিয়েছেন মডেল-সঞ্চালক শ্রাবণ্য তৌহিদা। ‘লালন নাইট’ প্রচার হয় গত বৃহস্পতিবার রাতে।
দেখে নিন ভিডিওটি: https://www.youtube.com/watch?v=t9_Qw91N2Ao