সিলেট :: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও খন্দকার মালিক ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদিরের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।
শনিবার দুপুরে সিলেট নগরীতে উক্ত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদলের সাবেক গণসংযোগ সম্পাদক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা জহিরুল ইসলাম আলালের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা হানিফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী পথসভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রদল নেতা জুনেদ আহমদ, রুবেল নুর, আসাদুজ্জামান, সুয়েব খান, সাব্বির আহমদ, তপন আহমদ, সবুজ আহমদ, রিপন আহমদ, বেলাল মোল্লা, রাজিব আহমদ, বায়েজিদ নুর, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য আরমান আহমদ রিয়ান, রাসেদ আহমদ, রুবেল আহমদ, সাহেদ খান, ফাহিম আহমদ, আলী হায়দার, সাদ্দাম আহমদ, মনিরাজ, তানিম আহমদ, রাজন আহমদ, মুন্না আহমদ, হিমেল আহমদ, রুকন আহমদ, টিংকু, বাবুল আহমদ, শাহীন আহমদ ও নুর ইসলাম প্রমুখ।
মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী নয়। দেশের মানুষের গণতন্ত্র হরণ করাই তাদের আসল কাজ। বর্তমান সর. কার রাজনৈতিক প্রতিহিংসায় একের পর এক বিএনপির শীর্ষ নেতাকে গ্রেফতার করছে। খন্দকার আব্দুল মুক্তাদিরকে অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার ফ্যাসিবাদীর মুখোশ উন্মোচন করেছে। বক্তারা অনতিবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রায় বাতিল এবং খন্দকার আব্দুল মুক্তাদিরসহ গ্রেফতারকৃত সকলের নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং আগামী দিনে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্বে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকার আহবান জানান।
সংবাদ শিরোনাম ::
মদন মোহন কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
-
প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
- 325
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ