ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে বসে ইয়াবা বিক্রি, আটক ৩

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • 512

গাজীপুর প্রতিনিধি,
গাজীপুরের টঙ্গীতে একটি মসজিদে বসে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে কিশোরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল ইসলাম (৫৫), টেকনাফ উপজেলার এক কিশোর (১১) ও টঙ্গীর আরিচপুর এলাকার মো. সোহেল (৩৪)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন ঢাকাটাইমসকে জানান, বুধবার টঙ্গী বাজার জামে মসজিদে অবস্থান নিয়ে কয়েকজন ইয়াবা বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে নুরুল ইসলামের কাছে ৬শ’টি, কিশোরের কাছে ২শ’ টি এবং সোহেলের কাছে ৫০টি ইয়াবা পাওয়া যায়।

তিনি জানান, আটক নুরুল ইসলাম জয়দেবপুর থানার হালডোবা এতিমখানা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। দেড়বছর আগে মাদকসহ ধরা পড়লে তিনি মাদ্রাসা থেকে চাকরিচ্যুত হন। তার বিরুদ্ধে জয়দেবপুর ও টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মসজিদে বসে ইয়াবা বিক্রি, আটক ৩

আপডেট সময় : ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭

গাজীপুর প্রতিনিধি,
গাজীপুরের টঙ্গীতে একটি মসজিদে বসে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে কিশোরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল ইসলাম (৫৫), টেকনাফ উপজেলার এক কিশোর (১১) ও টঙ্গীর আরিচপুর এলাকার মো. সোহেল (৩৪)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন ঢাকাটাইমসকে জানান, বুধবার টঙ্গী বাজার জামে মসজিদে অবস্থান নিয়ে কয়েকজন ইয়াবা বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে নুরুল ইসলামের কাছে ৬শ’টি, কিশোরের কাছে ২শ’ টি এবং সোহেলের কাছে ৫০টি ইয়াবা পাওয়া যায়।

তিনি জানান, আটক নুরুল ইসলাম জয়দেবপুর থানার হালডোবা এতিমখানা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। দেড়বছর আগে মাদকসহ ধরা পড়লে তিনি মাদ্রাসা থেকে চাকরিচ্যুত হন। তার বিরুদ্ধে জয়দেবপুর ও টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে।