লন্ডন থেকে সাজ্জাদুর রহমান আনছারী ঃ আগামী ৬ মার্চ সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত মাওলানা সৈয়দ ছালিম কাসেমী। এদিকে মাওলানা সৈয়দ ছালিম কাসেমীর খেজুর গাছ মার্কার সমর্থনে লন্ডনস্থ জগন্নাথপুর উপজেলাবাসীর উদ্যোগে গত ২৬ ফেব্রুয়ারী রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।
সভায় বক্তারা বলেন, ছালিম কাসেমীকে নির্বাচিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধ। দল মতের উর্ধে উঠে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে এটা হবে আমাদের গৌরব। তারা বলেন, আমরা একজন সৎ ও যোগ্য এবং তরুণ আলেম পেয়েছি। জগন্নাথপুরবাসী এর মূল্যায়ন করবে বলে আমরা আশাবাদী।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সৈয়দপুর গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মাস্টার সৈয়দ ফররুখ আহমদ এর সভাপতিত্বে ও টিভি উপস্থাপক মাওলনা সৈয়দ নাঈম আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সৈয়দপুর গ্রামের প্রবীণ মুরব্বী সৈয়দ জুনেদ মিয়া, সৈয়দপুর সামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ শাহেদ আহমদ, সৈয়দপুর গ্রামের মুরব্বী সৈয়দ আব্দুর রউফ, মো: আক্কাস মিয়া, সৈয়দ সিরাজ মিয়া, সৈয়দ জিয়াউল হক, মাওলানা সৈয়দ ফারুক আহমদ চৌধুরী, মাইল্যান্ড মসজিদের খতিব মাওলানা নাজির উদ্দিন, বিশিষ্ট আলেম মাওলানা সৈয়দ তামিম আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের জয়েন্ট সেক্রেটারী মাওলানা মামুনুন মহি উদ্দিন, খাসিলা গ্রামের প্রতিনিধি আহবাব আহমদ চৌধুরী,ফইলভাগ মাদ্রাসার দায়িত্বশীল মাওলানা হুসেন আহমদ, হবিবপুরের প্রতিনিধি মাওলানা আছাদ আহমদ, গড়গরি গ্রামের প্রতিনিধি ও শাহপরান মসজিদ হেকনির চেয়ারম্যান নূর বক্স, পাঠলি গ্রামের মুরব্বী সুজা মিয়া, কবি দবীরুল ইসলাম চৌধুরী, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনার্থী, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, সৈয়দপুর সামছিয়া সমিতি লন্ডনের ট্রেজারার আলফু মিয়া, আছল গ্রামের সাদিক মিয়া, চানপুর গ্রামের প্রতিনিধি জুবায়ের আহমদ চৌধুরী, সৈয়দপুর গ্রামের মো: ফয়েজ মিয়া, সৈয়দ সুয়েব আহমদ, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দপুর যুবকল্যান পরিষদের সহ সভাপতি সৈয়দ আশফাক আহমদ, জয়েন্ট সেক্রেটারী সৈয়দ সাজিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাবির আহমদ, অফিস সম্পাদক সৈয়দ মামুন আহমদ, সৈয়দ শিব্বির আহমদ, সৈয়দ সুমন, সৈয়দ শিব্বির আহমদ প্রমুখ ।
সভায় মাস্টার সৈয়দ ফররুখ আহমদ বলেন, আমাদের সকলকে এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে হবে। এইজন্য সবাইকে ছালিম কাশেমীর জন্য ফোন করে দেশে ভোট চাইতে হবে। কারন আপনার একটি ফোন প্রার্থীকে বিজয়ী করতে বিরাট ভূমিকা রাখবে।
সৈয়দ জুনেদ মিয়া বলেন, খেজুর গাছের জয় আমাদের এলাকায় সেই ব্রিটিশ আমল থেকে। হুসাইন আহমদ মাদানীর সংগঠন জমিয়তে উলামার প্রতিনিধি মাওলানা ছালিম কাসেমীকে বিজয়ী করা আমাদের কর্তব্য। সৈয়দ শাহেদ আহমদ বলেন, নির্বাচন যদিও দলীয় কিন্তু আমরা এটাকে দল মনে করিনা। তিনি সৈয়দপুরবাসীকে উদ্দেশ্য করে বিনীতভাবে অনুরোধ করেন ছালিম কাশেমী ছাড়া আমাদের আর কোন প্রতিনিধি নেই। তাই আমরা দল মতের উর্ধে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে এটা হবে আমাদের গৌরব।
মাওলানা নাজির উদ্দিন বলেন, মাওলানা ছালিম কাশেমীর পক্ষে আলেম সমাজ ঐক্যবদ্ধ। তিনি বলেন, এর পাশাপাশি সৈয়দপুর গ্রামবাসী ঐক্যবদ্ধ হলে ছালিম কাশেমীর বিজয় শতভাগ নিশ্চিত।
সাংবাদিক সৈয়দ জহুরুল হক বলেন, আলেম সমাজ অতীতে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তার ধারবাহিকতায় মাওলানা ছালিম এগিয়ে এসেছেন। আহবাব আহমদ চৌধুরী বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মাওলানা ছালিম কাশেমীর বিকল্প নেই। মাওলানা হুসেন আহমদ বলেন, মাওলানা ছালিম কাশেমীকে নির্বাচিত করতে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। এজন্য আমি ব্যক্তিগতভাবে আনন্দিত।
মাওলানা আছাদ আহমদ বলেন, আমাদের কাজই হল সমাজ সেবা, তাই সেবামূলক কাজে একজন আলেম অবশ্যই অগ্রভাগে থাকবেন। নূর বকস বলেন, এই কঠিন সময়ে ছালিম কাশেমী নির্বাচনে অংশগ্রহন করে সাহসিকতার পরিচয় দিয়েছেন।
আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জয়যুক্ত করেন। মাওলানা মামনুন মহি উদ্দিন বলেন, মাওলানা ছালিম কাশেমীর পক্ষে যে জাগরন শুরু হয়েছে, ইনশাল্লাহ তিনি বিজয়ী হবেন।মাওলানা তামিম আহমদ উপস্থিত সকলকে এবং দেশ বিদেশে যারা ছালিম কাশেমীর জন্য কাজ করে যাচ্ছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।