ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত

মানানসই সাজের জন্য সঠিক মেকআপের খুটিনাটি কৌশল

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • 371


নিশীতা মিতু, লাইফস্টাইল এডিটর

ভালোবাসার রঙ লাল। লাল রঙে নিজেকে সাজাতে যে কোন নারীই ভালোবাসেন। মূলত লাল লিপস্টিককে ক্লাসিক রঙ ধরা হয়। কারন এই লিপস্টিক অন্যধরনের আকর্ষণ তৈরি করে চেহারায়। তবে সত্য কথা বলতে কি মেকআপের টুকটাক বিষয়গুলো ঠিকঠাক না থাকলে লাল রঙটা মাঝে মাঝে বেমানান লাগে। আসুন আজ জেনে নেওয়া যাক লাল লিপস্টিক এর সাথে কি ধরনের সাজ মানানসই।

প্রথমে বেস ঠিক করুনঃ আপনার মুখের ত্বকের বেসটা প্রথমে ঠিক করে নিন। ভালো করে মুখ ধুয়ে মশ্চেরাইজার লাগিয়ে নিন। এরপর প্রাইমার, ফাউন্ডেশন, ফেস পাউডার লাগান ধাপে ধাপে। আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তবে ম্যাট জাতীয় ফাউন্ডেশন ব্যাবহার করুন। এতে মেকআপ সেট হয়ে থাকবে দীর্ঘক্ষণ।

আই ভ্রু এবং চোখের সাজঃ প্রথমে কাজল দিয়ে আই ভ্রু জোড়া সুন্দর করে এঁকে নিন। অনেকে বেশ গাঢ় করে ভ্রু আঁকেন। এমনটা না করাই শ্রেয়। কেননা ভ্রুর সৌন্দর্য কমে গেলে আপনার পুরো মেকআপই বৃথা হয়ে যাবে। ভ্রু আঁকা শেষে ছোট ভ্রু আচড়ানোর চিরুনি দিয়ে সুন্দর করে ভ্রু আচড়ে নিন।

লাল লিপস্টিকের সাথে ম্যাট জাতীয় আইশ্যাডোই বেশি মানানসই। তাই আপনার পছন্দ মত আই শ্যাডো পরে নিন। লাল লিপস্টিকের সাথে স্মোকি আই মেকআপে অন্যরকম মাত্রা এনে দেয়। আইশ্যাডো দেয়া শেষে আইল্যাশ লাগানোর কাজ। যদি আপনি ছোটখাট কোন অনুষ্ঠানের জন্য সাজেন তবে সাধারণ মাশকারাই যথেষ্ট আপনার চোখের পাপড়ি সাজাতে। আর যদি কোন পার্টি বা বিয়ের অনুষ্ঠানে যান তবে এক জোড়া আই ল্যাশ পরে নিতে পারেন।

ব্লাশন এবং ব্রোঞ্জারের ব্যবহারঃ চোখের সাজের পর একটা ফ্লাপি ব্রাশে সোনালী ব্লাশন নিয়ে হালকা করে আপনার চিকবোন, থুতনির দুপাশে এবং কলার বোনে লাগিয়ে নিন। চিক বোনে ব্লাশন দেয়ার সময় ব্রাশটা গোলাকার করে ঘুরিয়ে লাগাবেন।

এরপর উজ্জ্বল বর্নের ব্রোঞ্জার লাগিয়ে নিবেন। যা আপনার চেহারাকে আরো বেশি উজ্জ্বল করে তুলবে। এক্ষেত্রে একটু লিকুইড ব্রোঞ্জার এবং একটু ব্রোঞ্জার পাউডার মিলিয়ে লাগাতে পারেন।

এবার সময় লাল লিপস্টিকেরঃ
যার জন্য এত সাজ এখন সময় সেই প্রিয় লাল লিপস্টিক লাগানোর। সুন্দর করে দুই কোট লিপস্টিক লাগিয়ে নিন ঠোটে।
বিশেষ টিপসঃ লিপস্টিক লাগানোর কিছু সময় পর অনেকের লিপস্টিক মুছে যায়। দীর্ঘক্ষণ লিপস্টিক ঠোটে রাখতে চাইলে এরপর লিপস্টিক দেয়ার পর ঠোটে একটা ট্যিসু চেপে ধরে তার উপর কিছুটা ট্যালকম পাউডার ঘষে নিবেন। অনেকটা সময় লিপস্টিক সেট হয়ে থাকবে।

ট্যাগস :

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি

মানানসই সাজের জন্য সঠিক মেকআপের খুটিনাটি কৌশল

আপডেট সময় : ০১:৪১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭


নিশীতা মিতু, লাইফস্টাইল এডিটর

ভালোবাসার রঙ লাল। লাল রঙে নিজেকে সাজাতে যে কোন নারীই ভালোবাসেন। মূলত লাল লিপস্টিককে ক্লাসিক রঙ ধরা হয়। কারন এই লিপস্টিক অন্যধরনের আকর্ষণ তৈরি করে চেহারায়। তবে সত্য কথা বলতে কি মেকআপের টুকটাক বিষয়গুলো ঠিকঠাক না থাকলে লাল রঙটা মাঝে মাঝে বেমানান লাগে। আসুন আজ জেনে নেওয়া যাক লাল লিপস্টিক এর সাথে কি ধরনের সাজ মানানসই।

প্রথমে বেস ঠিক করুনঃ আপনার মুখের ত্বকের বেসটা প্রথমে ঠিক করে নিন। ভালো করে মুখ ধুয়ে মশ্চেরাইজার লাগিয়ে নিন। এরপর প্রাইমার, ফাউন্ডেশন, ফেস পাউডার লাগান ধাপে ধাপে। আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তবে ম্যাট জাতীয় ফাউন্ডেশন ব্যাবহার করুন। এতে মেকআপ সেট হয়ে থাকবে দীর্ঘক্ষণ।

আই ভ্রু এবং চোখের সাজঃ প্রথমে কাজল দিয়ে আই ভ্রু জোড়া সুন্দর করে এঁকে নিন। অনেকে বেশ গাঢ় করে ভ্রু আঁকেন। এমনটা না করাই শ্রেয়। কেননা ভ্রুর সৌন্দর্য কমে গেলে আপনার পুরো মেকআপই বৃথা হয়ে যাবে। ভ্রু আঁকা শেষে ছোট ভ্রু আচড়ানোর চিরুনি দিয়ে সুন্দর করে ভ্রু আচড়ে নিন।

লাল লিপস্টিকের সাথে ম্যাট জাতীয় আইশ্যাডোই বেশি মানানসই। তাই আপনার পছন্দ মত আই শ্যাডো পরে নিন। লাল লিপস্টিকের সাথে স্মোকি আই মেকআপে অন্যরকম মাত্রা এনে দেয়। আইশ্যাডো দেয়া শেষে আইল্যাশ লাগানোর কাজ। যদি আপনি ছোটখাট কোন অনুষ্ঠানের জন্য সাজেন তবে সাধারণ মাশকারাই যথেষ্ট আপনার চোখের পাপড়ি সাজাতে। আর যদি কোন পার্টি বা বিয়ের অনুষ্ঠানে যান তবে এক জোড়া আই ল্যাশ পরে নিতে পারেন।

ব্লাশন এবং ব্রোঞ্জারের ব্যবহারঃ চোখের সাজের পর একটা ফ্লাপি ব্রাশে সোনালী ব্লাশন নিয়ে হালকা করে আপনার চিকবোন, থুতনির দুপাশে এবং কলার বোনে লাগিয়ে নিন। চিক বোনে ব্লাশন দেয়ার সময় ব্রাশটা গোলাকার করে ঘুরিয়ে লাগাবেন।

এরপর উজ্জ্বল বর্নের ব্রোঞ্জার লাগিয়ে নিবেন। যা আপনার চেহারাকে আরো বেশি উজ্জ্বল করে তুলবে। এক্ষেত্রে একটু লিকুইড ব্রোঞ্জার এবং একটু ব্রোঞ্জার পাউডার মিলিয়ে লাগাতে পারেন।

এবার সময় লাল লিপস্টিকেরঃ
যার জন্য এত সাজ এখন সময় সেই প্রিয় লাল লিপস্টিক লাগানোর। সুন্দর করে দুই কোট লিপস্টিক লাগিয়ে নিন ঠোটে।
বিশেষ টিপসঃ লিপস্টিক লাগানোর কিছু সময় পর অনেকের লিপস্টিক মুছে যায়। দীর্ঘক্ষণ লিপস্টিক ঠোটে রাখতে চাইলে এরপর লিপস্টিক দেয়ার পর ঠোটে একটা ট্যিসু চেপে ধরে তার উপর কিছুটা ট্যালকম পাউডার ঘষে নিবেন। অনেকটা সময় লিপস্টিক সেট হয়ে থাকবে।