বিনোদন ডেস্ক:: আগামী ১০ মার্চ সিনেমাটি সারাদেশে মুক্তি পাচ্ছে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘মেয়েটি এখন কোথায় যাবে’। পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা নাদের চৌধুরী।
অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও চিত্রনায়িকা জলি। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের শেষের দিকে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়।
কিছুদিন আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। চলছে মুক্তির প্রস্তুতি। মুক্তি প্রসঙ্গে পরিচালক নাদের চৌধুরী বলেন, ‘আগামী ১০ মার্চ সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। সিনেমার চাহিদা রয়েছে। বিভিন্ন হল মালিকরা সিনেমাটি নিতে আগ্রহ প্রকাশ করছেন।’
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এ সিনেমায় শাহরিয়াজ-জলি ছাড়াও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, ফজলুর রাহমান বাবু, কাজী শিলা, শামীমা আক্তার বেবী।
সিনেমাটির আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।