হজে পদদলিত হয়ে ইরানের ৪৬৪ জন হাজির মৃত্যু হয়েছে বলে দাবি করছে দেশটি। বর্তমানে দাবি করা সংখ্যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ।
মিনার দুর্ঘটনার সাতদিন পরে ইরানের হজ সংস্থা জানিয়েছে তাদের হারিয়ে যাওয়া নাগরিকদের ফিরে পাওয়ার আর আশা করছে না। খুঁজে পাওয়া মৃতদেহ ও এখন পর্যন্ত নিখোঁজ সহ মোট ইরানের হিসাব মতে তাদের দেশের ৪৬৪ জন নিহত হয়েছেন।
সৌদি আরবের দাবি মতে, হজে ২৫ বছরের সবচেয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় ৭৬৯ জন মানুষ নিহত হয়েছেন। হজের নিরাপত্তা ও প্রকৃত মৃতর সংখ্যা দেরি করে প্রকাশ করায় বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে তারা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি পদদলিত হয়ে এত মানুষ নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চাইতে আহ্বান করেছেন।