ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী ভূমিকম্পের পর এবার রাশিয়ায় সুনামির আঘাত

মিনা ট্র্যাজেডি : ২২ বাংলাদেশি হাজির মৃত্যু, নিখোঁজ ৯৮

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
  • 340

1341
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ২২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। কিন্তু সরকারি হিসেব অনুসারে এখনও মৃতের সংখ্যা জানানো হয়েছে ১১ জন। এদিকে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৯৮ জন বাংলাদেশি হাজি। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ঘটনার পরই বিভিন্ন উৎস, হটলাইনে করা ফোন ও পরিবারের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ মোট ১২৮ জন হাজির তালিকা তৈরি করা হয়। তিনি জানান, পরবর্তীতে এদের মধ্য থেকে ৩০ জনকে খুঁজে পাওয়া গেছে। ৯৮ জনের খোঁজ পাওয়া যায়নি। তবে এর আগে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে জানিয়েছিলেন ২২ জন বাংলাদেশি হাজির মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। পরে আবার সাংবাদিকদের জানান ১০ জনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর হজের সময় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা পালনের জন্য যাওয়ার পথে মিনার ২০৪ নম্বর সড়কে পদদলিত হয়ে ৭৬৯ জন নিহত হন। আহত হয়েছেন প্রায় এক হাজার। সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানান যুগ্ম-সচিব ডা. মো. বোরহানউদ্দিন। তিনি বলেন , তিনজন হাজির পরিচয় নিশ্চিত হতে পেরেছেন তারা। উপ-সচিব মো. ফয়জুর রহমান ফারুকী মোবাইল ফোনে জানান, অফিসিয়ালি এ তথ্য তাদের কাছে রয়েছে। নিহত হাজিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারিভাবে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। মরদেহ আনা ও দাফনের বিষয়ে নিহতদের পরিবারের মতামত প্রাধান্য পাবে বলেও এ কর্মকর্তারা জানান।

উল্লেখ্য, মিনায় পদদিলত হয়ে এখন পর্যন্ত ৭৬৯ জনের মৃত্যুর কথা বলে আসছে সৌদি সরকার। কিন্তু ইরানের বার্তা সংস্থার দাবি এই সংখ্যা ১ হাজারেরও বেশি। বিষয়টি নিয়ে বর্তমানে দেশ দু’টির মধ্যে বেশ বৈরি সম্পর্ক বিদ্যমান। ফোকাস বাংলা।

ট্যাগস :

দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি

মিনা ট্র্যাজেডি : ২২ বাংলাদেশি হাজির মৃত্যু, নিখোঁজ ৯৮

আপডেট সময় : ০৯:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫

1341
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ২২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। কিন্তু সরকারি হিসেব অনুসারে এখনও মৃতের সংখ্যা জানানো হয়েছে ১১ জন। এদিকে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৯৮ জন বাংলাদেশি হাজি। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ঘটনার পরই বিভিন্ন উৎস, হটলাইনে করা ফোন ও পরিবারের স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ মোট ১২৮ জন হাজির তালিকা তৈরি করা হয়। তিনি জানান, পরবর্তীতে এদের মধ্য থেকে ৩০ জনকে খুঁজে পাওয়া গেছে। ৯৮ জনের খোঁজ পাওয়া যায়নি। তবে এর আগে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে জানিয়েছিলেন ২২ জন বাংলাদেশি হাজির মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। পরে আবার সাংবাদিকদের জানান ১০ জনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর হজের সময় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা পালনের জন্য যাওয়ার পথে মিনার ২০৪ নম্বর সড়কে পদদলিত হয়ে ৭৬৯ জন নিহত হন। আহত হয়েছেন প্রায় এক হাজার। সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানান যুগ্ম-সচিব ডা. মো. বোরহানউদ্দিন। তিনি বলেন , তিনজন হাজির পরিচয় নিশ্চিত হতে পেরেছেন তারা। উপ-সচিব মো. ফয়জুর রহমান ফারুকী মোবাইল ফোনে জানান, অফিসিয়ালি এ তথ্য তাদের কাছে রয়েছে। নিহত হাজিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারিভাবে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। মরদেহ আনা ও দাফনের বিষয়ে নিহতদের পরিবারের মতামত প্রাধান্য পাবে বলেও এ কর্মকর্তারা জানান।

উল্লেখ্য, মিনায় পদদিলত হয়ে এখন পর্যন্ত ৭৬৯ জনের মৃত্যুর কথা বলে আসছে সৌদি সরকার। কিন্তু ইরানের বার্তা সংস্থার দাবি এই সংখ্যা ১ হাজারেরও বেশি। বিষয়টি নিয়ে বর্তমানে দেশ দু’টির মধ্যে বেশ বৈরি সম্পর্ক বিদ্যমান। ফোকাস বাংলা।