ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিনিটে একশ টাইপ, তাও আবার নাক দিয়ে

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
  • 436

একজন মানুষ সাধারণত কম্পিউটারে এক মিনিটে ৫০-৬০টি শব্দ টাইপ করতে পারে। সেখানে মিনিটে একশর বেশি শব্দ টাইপ করা তাও আবার নাক দিয়ে! এমন কাজ করেছেন এক ভারতীয় যিনি নাক দিয়ে মিনিটে একশর চাইতে বেশি ওয়ার্ড টাইপ করে অভাবনীয় এক রেকর্ড গড়েছেন। শুধু রেকর্ড নয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বইয়ে নাম লিখালেন তিনি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে থাকেন তিনি। তার নাম বিনোদ কুমার চৌধুরী।

999

এর আগে বিশ্ব রেকর্ডের অধিকারী ছিলেন ভারতের হায়দ্রাবাদের মোহাম্মদ খুরশীদ হুসেইন। নাকের অগ্রভাগকে ব্যবহার করে মাত্র ৪৭ দশমিক ৪৪ সেকেন্ডে ১০৩টি অক্ষর লিখে এ রেকর্ড গড়েছিলেন খুরশীদ। কিন্তু, ৪৬ দশমিক ৩০ সেকেন্ডে সমান সংখ্যক অক্ষর লিখে পূর্বের রেকর্ডটি ভেঙে দিয়েছেন তিনি। অর্থাৎ, সেকেন্ডের ভগ্নাংশে শীর্ষস্থান অধিকার করেছেন বিনোদ। এ খবর দিয়েছে অনলাইন মেট্রো।খুরশীদকে গিনেস কর্তৃপক্ষ যে বাক্যটি লিখতে দিয়েছিল, সেই একই বাক্য লিখতে দেয়া হয় বিনোদকেও। খুরশীদ রেকর্ডটি গড়েছিলেন ২০১৪ সালে। বাক্যটি ছিল, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হ্যাভ চ্যালেঞ্জড মি টু টাইপ দিস সেনটেন্স ইউজিং মাই নৌজ ইন দ্য ফাস্টেস্ট টাইম’। অবিশ্বাস্য এ গৌরব অর্জনের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বিনোদ বলছিলেন, টাইপ করা আমার পেশা এবং টাইপিংয়ের প্রতি আমার প্রবল অনুরাগ, যা আমাকে একটু ভিন্ন ও অসামান্য কিছু করতে অনুপ্রাণিত করেছে। ২০১৪ সালের ডিসেম্বরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তার বিশেষ এ দক্ষতা প্রদর্শন করেছিলেন তিনি। কিন্তু, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি বিনোদকে বিশ্বের দ্রুততম টাইপিস্টের স্বীকৃতি দিয়েছে। অবশ্যই, সেটা নাক দিয়ে লেখার ক্ষেত্রে।

ট্যাগস :

মিনিটে একশ টাইপ, তাও আবার নাক দিয়ে

আপডেট সময় : ১২:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫

একজন মানুষ সাধারণত কম্পিউটারে এক মিনিটে ৫০-৬০টি শব্দ টাইপ করতে পারে। সেখানে মিনিটে একশর বেশি শব্দ টাইপ করা তাও আবার নাক দিয়ে! এমন কাজ করেছেন এক ভারতীয় যিনি নাক দিয়ে মিনিটে একশর চাইতে বেশি ওয়ার্ড টাইপ করে অভাবনীয় এক রেকর্ড গড়েছেন। শুধু রেকর্ড নয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বইয়ে নাম লিখালেন তিনি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে থাকেন তিনি। তার নাম বিনোদ কুমার চৌধুরী।

999

এর আগে বিশ্ব রেকর্ডের অধিকারী ছিলেন ভারতের হায়দ্রাবাদের মোহাম্মদ খুরশীদ হুসেইন। নাকের অগ্রভাগকে ব্যবহার করে মাত্র ৪৭ দশমিক ৪৪ সেকেন্ডে ১০৩টি অক্ষর লিখে এ রেকর্ড গড়েছিলেন খুরশীদ। কিন্তু, ৪৬ দশমিক ৩০ সেকেন্ডে সমান সংখ্যক অক্ষর লিখে পূর্বের রেকর্ডটি ভেঙে দিয়েছেন তিনি। অর্থাৎ, সেকেন্ডের ভগ্নাংশে শীর্ষস্থান অধিকার করেছেন বিনোদ। এ খবর দিয়েছে অনলাইন মেট্রো।খুরশীদকে গিনেস কর্তৃপক্ষ যে বাক্যটি লিখতে দিয়েছিল, সেই একই বাক্য লিখতে দেয়া হয় বিনোদকেও। খুরশীদ রেকর্ডটি গড়েছিলেন ২০১৪ সালে। বাক্যটি ছিল, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হ্যাভ চ্যালেঞ্জড মি টু টাইপ দিস সেনটেন্স ইউজিং মাই নৌজ ইন দ্য ফাস্টেস্ট টাইম’। অবিশ্বাস্য এ গৌরব অর্জনের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বিনোদ বলছিলেন, টাইপ করা আমার পেশা এবং টাইপিংয়ের প্রতি আমার প্রবল অনুরাগ, যা আমাকে একটু ভিন্ন ও অসামান্য কিছু করতে অনুপ্রাণিত করেছে। ২০১৪ সালের ডিসেম্বরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তার বিশেষ এ দক্ষতা প্রদর্শন করেছিলেন তিনি। কিন্তু, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি বিনোদকে বিশ্বের দ্রুততম টাইপিস্টের স্বীকৃতি দিয়েছে। অবশ্যই, সেটা নাক দিয়ে লেখার ক্ষেত্রে।