ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুয়েলারকে ধর্ষণ করেছিল বাগদাদী

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫
  • 504

স্টাফ রিপোর্টার,
486

সিরিয়ায় জিম্মি অবস্থায় নিহত মার্কিনী যুবতী কেলা মুয়েলার (২৬) ধর্ষণ করেছিল আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। গত ফেব্রুয়ারিতে তিনি আইএসের হাতে জিম্মি অবস্থায় মারা যান। এখন মার্কিন কর্মকর্তারা বলছেন, কেলাকে বার বার ধর্ষণ করেছে বাগদাদী। এ বিষয়টি তার পরিবারকে জুন মাসে জানিয়েছে সন্ত্রাস বিরোধী কর্মকর্তারা। সিরিয়ার আলেপ্পোতে কাজ করার সময় ত্রাণকর্মী কেলা কে অপহরণ করা হয় ২০১৩ সালে। তবে জর্ডানের এক বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি কওে আইএস। অন্যদিকে কেলার মৃত্যুও জন্য আইএসকে দায়ী কওে যুক্তরাষ্ট্র। তার পিতামাতা কার্ল ও মার্শা এবিসি নিউজকে বলেছেন, আমাদেরকে বলা হয়েছে যে, কেলাকে নির্যাতন করা হয়েছে। তিনি ছিলেন বাগদাদীর সম্পত্তি। এ বিষয়টি সরকার আমাদেরকে জানিয়েছে জুনে।

ট্যাগস :

মুয়েলারকে ধর্ষণ করেছিল বাগদাদী

আপডেট সময় : ১০:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫

স্টাফ রিপোর্টার,
486

সিরিয়ায় জিম্মি অবস্থায় নিহত মার্কিনী যুবতী কেলা মুয়েলার (২৬) ধর্ষণ করেছিল আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। গত ফেব্রুয়ারিতে তিনি আইএসের হাতে জিম্মি অবস্থায় মারা যান। এখন মার্কিন কর্মকর্তারা বলছেন, কেলাকে বার বার ধর্ষণ করেছে বাগদাদী। এ বিষয়টি তার পরিবারকে জুন মাসে জানিয়েছে সন্ত্রাস বিরোধী কর্মকর্তারা। সিরিয়ার আলেপ্পোতে কাজ করার সময় ত্রাণকর্মী কেলা কে অপহরণ করা হয় ২০১৩ সালে। তবে জর্ডানের এক বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি কওে আইএস। অন্যদিকে কেলার মৃত্যুও জন্য আইএসকে দায়ী কওে যুক্তরাষ্ট্র। তার পিতামাতা কার্ল ও মার্শা এবিসি নিউজকে বলেছেন, আমাদেরকে বলা হয়েছে যে, কেলাকে নির্যাতন করা হয়েছে। তিনি ছিলেন বাগদাদীর সম্পত্তি। এ বিষয়টি সরকার আমাদেরকে জানিয়েছে জুনে।