ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় সংগীতে শুরু ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠান ‘পিটার হাসের সঙ্গে বৈঠক’ গুজব, কক্সবাজারে ঘুরতে গেছেন এনসিপি নেতারা ৫ আগস্ট বিজয় র‍্যালি উপলক্ষে কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা মিরপুরে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ আখ্যা দিয়ে পোস্টার লাগাল ‘জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটি’ গণকবর থেকে আজ তোলা হচ্ছে না শহীদদের মরদেহ বয়স চুরি ঠেকাতে নতুন পদক্ষেপ ভারতীয় ক্রিকেট বোর্ডের ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির সুযোগ নিতে চায় বাংলাদেশ সাড়ে ৫ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা আদায় জুলাইয়ে ৮ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি

মেসির পেনাল্টি মিসের সাতকাহন

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫
  • 395

স্টাফ রিপোর্টার,
671
স্প্যানিশ লা-লিগায় সর্বকালের সর্বাধিক ২৮৬ (৩১৫ ম্যাচ) গোলের মালিক লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে সর্বাধিক ৪১৫ গোলের রেকর্ডটাও তার দখলে। গত মওসুমে ট্রেবল শিরোপাজয়ী বার্সেলোনার হয়ে তিনি করেছেন ৬৬ ম্যাচে ৫৯ গোল। কিন্তু পেনাল্টিতে আর্জেন্টিনার এ ক্ষুদে জাদুকরের দুর্বলতা নিয়মিতই দেখা যাচ্ছে। লা-লিগায় বার্সেলোনার এবারের মওসুম মেসির পেনাল্টি মিস দিয়েই শুরু হয়েছে। অ্যাথলেটিক বিলাবওয়ের বিপক্ষে বার্সেলোনার পাওয়া পেনাল্টিটি মিস করেন তিনি। তার নেয়া শটটি রুখে দেন অ্যালেটিক বিলবাওয়ের গোলরক্ষক গোরকা ইরাইজোজ। এই নিয়ে বার্সেলোনার হয়ে ১৪ পেনাল্টি শট মিস করলেন তিনি। ক্লাবের হয়ে তিনি এ পর্যন্ত ৬৩ পেনাল্টি শট নিয়ে ৪৯টিতে গোল করতে পেরেছেন। এতে পেনাল্টিতে তার গোলের হার মাত্র ২২ শতাংশ। বার্সেলোনার হয়ে মেসি এর আগে সর্বশেষ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন গত মওসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় রাউন্ডে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তবে এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইত্তিহাদের ওই ম্যাচটি ২-১ গোলে জেতে কাতালানরা। আর সর্ব ্রথম তিনি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ২০০৮ সালের ৩১ জানুয়ারি। সেবার কোপা দেল রে’য় ভিয়ারিয়ালের বিপক্ষে তিনি পেনাল্টি মিস করলেও বার্সেলোনা জেতে ১-০ গোলে। আর এবার মেসির পেনাল্টি মিসের পরও মওসুমের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়েকে তারা ১-০ গোলে হারিয়েছে। মেসি তার দেশ আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ১২ পেনাল্টি শট নিয়েছেন। এরমধ্যে ১০টি গোল করলেও অন্য দু’টিতে ব্যর্থ হন। আর বার্সেলোনার হয়ে তার ১৪ পেনাল্টি মিসের ৬টি লা-লিগা, ৪ টি কোপা দেল রে’, ৩টি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ১টি স্প্যানিশ সুপার কাপে। এই নিয়ে দেশ ও ক্লাবের হয়ে শেষ ১১ পেনাল্টির ৬টিতে গোল করতে ব্যর্থ হলেন তিনি। এরমধ্যে বার্সেলোনার হয়ে শেষ ৮ পেনাল্টিতে ৫ মিস তার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় সংগীতে শুরু ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠান

মেসির পেনাল্টি মিসের সাতকাহন

আপডেট সময় : ১১:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫

স্টাফ রিপোর্টার,
671
স্প্যানিশ লা-লিগায় সর্বকালের সর্বাধিক ২৮৬ (৩১৫ ম্যাচ) গোলের মালিক লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে সর্বাধিক ৪১৫ গোলের রেকর্ডটাও তার দখলে। গত মওসুমে ট্রেবল শিরোপাজয়ী বার্সেলোনার হয়ে তিনি করেছেন ৬৬ ম্যাচে ৫৯ গোল। কিন্তু পেনাল্টিতে আর্জেন্টিনার এ ক্ষুদে জাদুকরের দুর্বলতা নিয়মিতই দেখা যাচ্ছে। লা-লিগায় বার্সেলোনার এবারের মওসুম মেসির পেনাল্টি মিস দিয়েই শুরু হয়েছে। অ্যাথলেটিক বিলাবওয়ের বিপক্ষে বার্সেলোনার পাওয়া পেনাল্টিটি মিস করেন তিনি। তার নেয়া শটটি রুখে দেন অ্যালেটিক বিলবাওয়ের গোলরক্ষক গোরকা ইরাইজোজ। এই নিয়ে বার্সেলোনার হয়ে ১৪ পেনাল্টি শট মিস করলেন তিনি। ক্লাবের হয়ে তিনি এ পর্যন্ত ৬৩ পেনাল্টি শট নিয়ে ৪৯টিতে গোল করতে পেরেছেন। এতে পেনাল্টিতে তার গোলের হার মাত্র ২২ শতাংশ। বার্সেলোনার হয়ে মেসি এর আগে সর্বশেষ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন গত মওসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় রাউন্ডে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তবে এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইত্তিহাদের ওই ম্যাচটি ২-১ গোলে জেতে কাতালানরা। আর সর্ব ্রথম তিনি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ২০০৮ সালের ৩১ জানুয়ারি। সেবার কোপা দেল রে’য় ভিয়ারিয়ালের বিপক্ষে তিনি পেনাল্টি মিস করলেও বার্সেলোনা জেতে ১-০ গোলে। আর এবার মেসির পেনাল্টি মিসের পরও মওসুমের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়েকে তারা ১-০ গোলে হারিয়েছে। মেসি তার দেশ আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ১২ পেনাল্টি শট নিয়েছেন। এরমধ্যে ১০টি গোল করলেও অন্য দু’টিতে ব্যর্থ হন। আর বার্সেলোনার হয়ে তার ১৪ পেনাল্টি মিসের ৬টি লা-লিগা, ৪ টি কোপা দেল রে’, ৩টি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ১টি স্প্যানিশ সুপার কাপে। এই নিয়ে দেশ ও ক্লাবের হয়ে শেষ ১১ পেনাল্টির ৬টিতে গোল করতে ব্যর্থ হলেন তিনি। এরমধ্যে বার্সেলোনার হয়ে শেষ ৮ পেনাল্টিতে ৫ মিস তার।