ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যানচেষ্টারে বাঙ্গালী যুবকের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু.

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • 1132

শেখ জাফর আহমদ, গ্রেটার ম্যানচেষ্টার.
গত ০৭/০২/২০১৭ ইং রোজ মঙ্গলবার অনুমানিক বিকাল চার ঘটিকায় ম্যানচেষ্টারের প্রান কেন্দ্র লংসাইট এর স্টকপোর্ট রোড়ে প্যারাডাইস টেইকওয়ের সম্মুখে রোড ক্রস করার সময় ৪৫ বছরের এক যুবক কে বিপদগামী একটি গাড়ি ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফেলে চলে যায়. ধাক্কার তীব্রতা এত বেশী ছিল যে পথচারী ব্যক্তির নাকে , মুখে প্রচুর রক্তক্ষন হয়. স্থানীয় পথচারীর সহযোগীতায় এম্বুলেন্সের ব্যবস্থা করা হলে , এম্বুলেন্সের লোকজন সাথে সাথে স্থানীয় ( এম আ রাই) হাসপাতালে নিয়ে যান. হাসপাতাল কর্তৃপক্ষ গুরুতর আহত পথচারীকে মৃত বলে ঘোষনা করেন.
মৃত পথচারীর নাম:- মো: শাহিদ তফদার. লংসাইট এরিয়ার বউলিং গ্রীন লেইনের বাসিন্দা. তার দুই পুত্র যাদের বয়স ১১ ও ৯ বছর এবং এক মেয়ে যার বয়স ৩ বছর. স্থানীয় পুলিস জীবন হরনকারী গাড়ির চালক কে ধরতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং পুলিস কর্তিক স্থানীয় নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়া হয়েছে. যদি কোন ব্যক্তি উল্লেখিত এক্সিডেন্ট সম্মর্কে কোন তত্ত জানা থাকে তাহলে স্থানীয় পুলিস ষ্টেশনে যোগাযোগ করার জন্য |

ট্যাগস :

ম্যানচেষ্টারে বাঙ্গালী যুবকের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু.

আপডেট সময় : ০৭:১৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭

শেখ জাফর আহমদ, গ্রেটার ম্যানচেষ্টার.
গত ০৭/০২/২০১৭ ইং রোজ মঙ্গলবার অনুমানিক বিকাল চার ঘটিকায় ম্যানচেষ্টারের প্রান কেন্দ্র লংসাইট এর স্টকপোর্ট রোড়ে প্যারাডাইস টেইকওয়ের সম্মুখে রোড ক্রস করার সময় ৪৫ বছরের এক যুবক কে বিপদগামী একটি গাড়ি ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফেলে চলে যায়. ধাক্কার তীব্রতা এত বেশী ছিল যে পথচারী ব্যক্তির নাকে , মুখে প্রচুর রক্তক্ষন হয়. স্থানীয় পথচারীর সহযোগীতায় এম্বুলেন্সের ব্যবস্থা করা হলে , এম্বুলেন্সের লোকজন সাথে সাথে স্থানীয় ( এম আ রাই) হাসপাতালে নিয়ে যান. হাসপাতাল কর্তৃপক্ষ গুরুতর আহত পথচারীকে মৃত বলে ঘোষনা করেন.
মৃত পথচারীর নাম:- মো: শাহিদ তফদার. লংসাইট এরিয়ার বউলিং গ্রীন লেইনের বাসিন্দা. তার দুই পুত্র যাদের বয়স ১১ ও ৯ বছর এবং এক মেয়ে যার বয়স ৩ বছর. স্থানীয় পুলিস জীবন হরনকারী গাড়ির চালক কে ধরতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং পুলিস কর্তিক স্থানীয় নিউজ পেপারে বিজ্ঞাপন দেওয়া হয়েছে. যদি কোন ব্যক্তি উল্লেখিত এক্সিডেন্ট সম্মর্কে কোন তত্ত জানা থাকে তাহলে স্থানীয় পুলিস ষ্টেশনে যোগাযোগ করার জন্য |