স্টাফ রিপোর্টার : জাপানি নাগরিক হোসি কুনিও হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের আসামিরা হলেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন (৩৩), জেএমবি সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২),আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব (২৪) ও সাখাওয়াত হোসেন (৩০)। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। আহসান উল্লাহ আনসারী পলাতক রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, কুনিওকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা। মোটরসাইকেলে তারা তিনজন ছিলেন। গুলি করার পর মোটরসাইকেলে করে তারা পালিয়ে যান। ঘটনাস্থলেই মারা যান ৬৬ বছর বয়সী কুনিও।
সংবাদ শিরোনাম ::
রংপুরে জাপানি নাগরিক হত্যায় ৫ জেএমবির মৃত্যুদণ্ড
-
প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
- 284
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ