স্টাফ রিপোর্টার ॥ রংপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা পুলিশ এক আলোচনা সভার আয়োজন করে।
আজ (বুধবার) সকালে রংপুর পুলিশ কমিউনিটি হলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি, রংপুর-৪ আসনের সংসদ সদস্য টিপু মুন্সি এবং বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আফতাব হোসেন এবং সুশীল সমাজের পক্ষে কাম্রুজ্জামান তুহিন চৌধুরী।
আলোচনা শেষে ২০১০ খ্রি.থেকে ২০১৫ খ্রি. পর্যন্ত দায়িত্ব পালনরত অবস্থায় নিহত ১২জন পুলিশ সদস্যের পরিবারকে সন্মাননা প্রদান করা হয়।
এ সময় নিহত পুলিশ সদস্যদের আত্মীয়স্বজন, পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-সদস্য এবং সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
রংপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০১৭ পালিত
-
প্রতিনিধি
- আপডেট সময় : ১০:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
- 335
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ