নিউজ ডেস্ক:: রংপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর হামলা হয়েছে।রোববার বেলা সাড়ে ১২টার দিকে তার ওপর এ হামলা হয়।
জানা যায়, জামিন আবেদনের প্রেক্ষিতে তাকে আদালতে উপস্থিত করার পথে পুলিশের সামনে তার ওপর জুতা ও পচা ডিম নিক্ষেপ করা হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা তার ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে হেনস্তা করে। তাদের এ হামলার সঙ্গে যোগ দেয় মহিলালীগও। পরে আদালত চত্বরে ব্যারিস্টার মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল বের করে মহিলালীগ।
এ ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।পরে পুলিশের হস্তক্ষেপে ছাত্রদল আদালত চত্বর ছাড়তে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।