রাবি প্রতিনিধি:: রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘আলোকিত বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের নামে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
রাবি সাংবাদিক সমিতির সভাপতি হাসান আদিব ও সম্পাদক মুস্তাফিজ রনি বিবৃতিতে বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা বৃহৎ পরিসরে দেশের সাংবাদিকতাকে বিকশিত করছে। রাবিতেও স্বাধীনতার পর থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীরা পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ প্রকাশ করে আসছেন। ক্যাম্পাস সাংবাদিকতা কে বাধাগ্রস্ত করতে বিভিন্ন মহল ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাংবাদিক মোস্তাফিজুরের নামে দায়ের হওয়ার মামলা তারই অংশ বলে আমরা মনে করি। অবিলম্বে তারা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে পৃথক পৃথক বিবৃতিতে মামলার প্রতিবাদ জানিয়েছেন রাবি প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটি। প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ ও সম্পাদক ইমদাদুল হক সোহাগ এবং রিপোটার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান ও সম্পাদক হুসাইন মিঠু দ্রুত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।