ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনের বাংলা টাউনের নাম খাতা কলমে থাকলে ও  সাইনবোর্ড নেই!

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • 1262


বাংলাদেশের বাইরে সবচাইতে বেশী বাংলাদেশীদের  বসবাস পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে। পূর্ব লন্ডনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল বাঙালী কমিউনিটি। ট্ওায়ারহ্যমলেটসে রয়েছে শহীদ মিনার, রাস্তায় রয়েছে বাংলায় সাইনবোর্ড। লকেল কাউন্সিলে রয়েছেন অর্ধেকের ও বেশী বৃটিশ  বাংলাদেশী কাউন্সিলর। এক সময় অত্র এলাকার মেয়র ছিলেন বৃটিশ  বাংলাদেশী। রয়েছেন এমপি, এত কিছু থাকার পর ও পূর্ব লন্ডনকে কেন্দ্র করে যে  বিশাল বাঙালী কমিউনিটি গড়ে উঠেছে সেখানে একটি  ওয়ার্ডের নামকরন করা হয়েছে স্পিটালফিল্ডস এন্ড বাংলা  টাউন ওয়ার্ড। যদিও বাউন্ডারী কমিশন   লন্ডনের মানচিত্রে জুরে  দিয়েছে এ ওয়ার্ডটি, কিন্তু যে ব্রিকলেইনকে কেন্দ্র করে বাংলা টাউন সেখানে বাংলা টাউনের কোন সাইনবোর্ড নেই। কেন নেই এটা কেউই জানেনা। একটি গেইট রয়েছে গেইটে এটা বাংলা টাউন না  ইংলিশ টাউন তা কেউ বুঝতে পারেনা। একজন পর্যটক অথবা যে কেউই খোজে পাবেনা  কোথায় বাংলা টাউন। গত সপ্তাহে চ্যানেল আই ইউরোপের কার্যালয়ে বাংলা  স্টেইটম্যানটস ডট কমের সম্পাদক মন্ডলীর এক সভা  হয়েছিল সেখানে পত্রিকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে  গিয়ে উঠে আসে বাংলা টাউনের সাইনবোর্ডের বিষয়টি। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলা স্টেইটম্যন্টস ডট  কমের প্রধান সম্পাদক, তোফারেয়ল আহমেদ খান, চেয়ারম্যান ফেরদৌস সেরদিল ও এডিটরিয়েল প্রেসিডেন্ট রেজা আহমদ ফয়সল চৌধুরী ব্যাপারটি নিয়ে টাওয়ার  হ্যমলেটস কাউন্সিল কর্তপক্ষের সাথে কথা বলার উপর  গুরুত্বআরোপ করেন। এ নিয়ে চ্যানেল আই ইউরোপের টক শো ষ্টেইট  ডায়লগে ও কথা বলেন রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব। বাংলা ষ্টেইটমেন্টস ডট কম মনে করে অচিরেই বাংলা টাউনের সাইনবোর্ড লিখা প্রয়োজন। বিষয়টি ভেবে দেখার জন্য টাওয়ার হ্যমলেটস কাউন্সিল কর্তপক্ষের সদয় দৃষ্টি দেয়া জরুরী বলে মনে করেন  বৃটেনের বাংলাদেশীরা।

ট্যাগস :

লন্ডনের বাংলা টাউনের নাম খাতা কলমে থাকলে ও  সাইনবোর্ড নেই!

আপডেট সময় : ০৮:৪০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭


বাংলাদেশের বাইরে সবচাইতে বেশী বাংলাদেশীদের  বসবাস পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে। পূর্ব লন্ডনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল বাঙালী কমিউনিটি। ট্ওায়ারহ্যমলেটসে রয়েছে শহীদ মিনার, রাস্তায় রয়েছে বাংলায় সাইনবোর্ড। লকেল কাউন্সিলে রয়েছেন অর্ধেকের ও বেশী বৃটিশ  বাংলাদেশী কাউন্সিলর। এক সময় অত্র এলাকার মেয়র ছিলেন বৃটিশ  বাংলাদেশী। রয়েছেন এমপি, এত কিছু থাকার পর ও পূর্ব লন্ডনকে কেন্দ্র করে যে  বিশাল বাঙালী কমিউনিটি গড়ে উঠেছে সেখানে একটি  ওয়ার্ডের নামকরন করা হয়েছে স্পিটালফিল্ডস এন্ড বাংলা  টাউন ওয়ার্ড। যদিও বাউন্ডারী কমিশন   লন্ডনের মানচিত্রে জুরে  দিয়েছে এ ওয়ার্ডটি, কিন্তু যে ব্রিকলেইনকে কেন্দ্র করে বাংলা টাউন সেখানে বাংলা টাউনের কোন সাইনবোর্ড নেই। কেন নেই এটা কেউই জানেনা। একটি গেইট রয়েছে গেইটে এটা বাংলা টাউন না  ইংলিশ টাউন তা কেউ বুঝতে পারেনা। একজন পর্যটক অথবা যে কেউই খোজে পাবেনা  কোথায় বাংলা টাউন। গত সপ্তাহে চ্যানেল আই ইউরোপের কার্যালয়ে বাংলা  স্টেইটম্যানটস ডট কমের সম্পাদক মন্ডলীর এক সভা  হয়েছিল সেখানে পত্রিকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে  গিয়ে উঠে আসে বাংলা টাউনের সাইনবোর্ডের বিষয়টি। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলা স্টেইটম্যন্টস ডট  কমের প্রধান সম্পাদক, তোফারেয়ল আহমেদ খান, চেয়ারম্যান ফেরদৌস সেরদিল ও এডিটরিয়েল প্রেসিডেন্ট রেজা আহমদ ফয়সল চৌধুরী ব্যাপারটি নিয়ে টাওয়ার  হ্যমলেটস কাউন্সিল কর্তপক্ষের সাথে কথা বলার উপর  গুরুত্বআরোপ করেন। এ নিয়ে চ্যানেল আই ইউরোপের টক শো ষ্টেইট  ডায়লগে ও কথা বলেন রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব। বাংলা ষ্টেইটমেন্টস ডট কম মনে করে অচিরেই বাংলা টাউনের সাইনবোর্ড লিখা প্রয়োজন। বিষয়টি ভেবে দেখার জন্য টাওয়ার হ্যমলেটস কাউন্সিল কর্তপক্ষের সদয় দৃষ্টি দেয়া জরুরী বলে মনে করেন  বৃটেনের বাংলাদেশীরা।