লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
জানুয়ারি ২৪, ২০১৭ ৯:২২ অপরাহ্
বার্মার মজলুম রোহিঙ্গা মুসলিমদের সার্বিক সহযোগিতা ঈমান ও মানবতা’র সবচেয়ে বড় দাবি।
লন্ডন : বার্মার মুসলমানদের উপর অবর্ণনীয় জুলুম – নির্যাতন, পাশবিক হত্যাযজ্ঞ ও মানবাধিকারের চরম লংঘনের প্রতিবাদে গতকাল 29 নভেম্বর 2016 মঙ্গলবার বাদ যোহর জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্দ্যোগে বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, মারকাজুল উলুম লন্ডনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সংগঠনের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশী মুসলিমস ইউকের সভাপতি মাওলানা কে এম মাওদুদ হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম, হেকনি বারার কাউন্সিলার মুতালিক হুসাইন, সাবেক কাউন্সিল ফয়জূল্লাহ খান, সংগঠনের সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশনাথী, মুফতি মুতাহির ছিদ্দীক, মাওলানা খালেদ আহমদ, হাফিজ রশীদ আহমদ, ওয়ালিদ আবু ওয়াসিল, মুহাম্মদ কয়েস, হাজি লয়কুস মিয়া চৌধুরী ও হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
বক্তাগন বার্মায় রোহিঙ্গা মুসলিমদের উপর ইতিহাসের বর্বরোচিত পাশবিক নির্যাতন, নির্বিচারে গণ হত্যা ,বাড়ি ঘরে অগ্নি সংযোগ শিশু ও নারীদের উপর অবর্ণনীয় কষ্ট দায়ক আক্রমন ও মানবাধিকারের চরম লংঘনের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তাগন যার যার অবস্থান থেকে প্রতিবাদ কর্মসূচি পালন ও আর্থিক সহযোগিতার মাধ্যমে বার্মার মজলুম মুসলমানদের সাহায্যে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার জন্য সর্বস্হরের মুসলমান ও জনগণের প্রতি বিশেষ আহবান জানান। সভায় বার্মার মজলুম মুসলমানদের জন্য কায়মনোবাক্যে বিশেষ মোনাজাত করা হয়।