ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদ ইউকের সেমিনার

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • 417

ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের গ্রীন ফিল্ড ষ্ট্রীটে অবস্থিত ‘স্কুল অব কমার্স এন্ড আইটি’ হলে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক শঙ্কট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ কে এম এ মালিক এর সভাপতিত্বে ও ব্যারিস্টার তারিক বিন আজিজের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক শঙ্কট নিরসন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে কী করনীয় এব্যাপারে বক্তব্য রাখেন।

সেমিনারে বলা হয় শনিবার বাংলাদেশে সীমান্তে হত্যা ও রাষ্ট্রের দায় শীর্ষক সেমিনারে সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও ‘দৈনিক আমার দেশ পত্রিকা’র সদ্য কারামুক্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুল প্রবন্ধ উপস্থাপন করতে না দেয়া এবং পুলিশ কর্তৃক সেমিনার ভন্ডুল করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দরা।

যুক্তরাজ্য পেশাজীবী পরিষদের সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখকজগলুল হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এম বি ই, মেজর শাহ আলম (অবসর) মেজর এবি সিদ্দিক(অবসর), ভয়েস ফর জাস্টিস’র সচিব সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি সেক্রেটারি এম কয়সর আহমদ, ব্যারিস্টার নাজির আহমদ, ব্যারিস্টার আশরাফ, বিএনপি নেতা নসরুল্লা খান জুনায়েদ, মাওলানা শামিম আহমদ, ফেরদৌসি রহমান, সাংবাদিক নুরে আলম বর্ষণ, নাজমুল হাসান পুমুখ।

বক্তারা বলেন বর্তমানে বাংলাদেশে এক ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিরাজ করছে। মানবাধিকার লংগিত হচ্ছে। দেশে আইনের শাসন নেই। দেশের চলমান পরিস্থিতিতে আমাদেরকে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক সরকারের পথ খুঁজতে হবে।

সভায় বক্তারা বলেন দেশের অস্থিরতার সুযোগে একটি অপশক্তি বিডিয়ার হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সেনাবাহিনী ও বিডিয়ারকে ধ্বংস করেছে। সীমান্ত এখন কার ইশারায় চলে, দেশের সার্বভৌমত্ব বলতে কী আছে? তা এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ রক্ষায় তীব্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দরা। সভায় পেশাজীবী নেতারা ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবী জানান। বক্তারা বলেন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা হজতাকান্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তারা বলেন বাংলাদেশে আজ রক্তের হুলিখেলা চলছে। এঅবস্থা থেক জাতীকে রক্ষা করতে হবে। বক্তারা বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও তাঁকে উদ্দেশ্যমুলুক ভাবে গ্রেফতারের চেষ্টার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। সেমিনারে সাংবাদিক, আইনজীবী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

লন্ডনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্মিলিত পেশাজীবী পরিষদ ইউকের সেমিনার

আপডেট সময় : ০৬:৪৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭

ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের গ্রীন ফিল্ড ষ্ট্রীটে অবস্থিত ‘স্কুল অব কমার্স এন্ড আইটি’ হলে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক শঙ্কট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ কে এম এ মালিক এর সভাপতিত্বে ও ব্যারিস্টার তারিক বিন আজিজের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক শঙ্কট নিরসন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে কী করনীয় এব্যাপারে বক্তব্য রাখেন।

সেমিনারে বলা হয় শনিবার বাংলাদেশে সীমান্তে হত্যা ও রাষ্ট্রের দায় শীর্ষক সেমিনারে সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও ‘দৈনিক আমার দেশ পত্রিকা’র সদ্য কারামুক্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুল প্রবন্ধ উপস্থাপন করতে না দেয়া এবং পুলিশ কর্তৃক সেমিনার ভন্ডুল করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দরা।

যুক্তরাজ্য পেশাজীবী পরিষদের সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখকজগলুল হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এম বি ই, মেজর শাহ আলম (অবসর) মেজর এবি সিদ্দিক(অবসর), ভয়েস ফর জাস্টিস’র সচিব সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি সেক্রেটারি এম কয়সর আহমদ, ব্যারিস্টার নাজির আহমদ, ব্যারিস্টার আশরাফ, বিএনপি নেতা নসরুল্লা খান জুনায়েদ, মাওলানা শামিম আহমদ, ফেরদৌসি রহমান, সাংবাদিক নুরে আলম বর্ষণ, নাজমুল হাসান পুমুখ।

বক্তারা বলেন বর্তমানে বাংলাদেশে এক ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিরাজ করছে। মানবাধিকার লংগিত হচ্ছে। দেশে আইনের শাসন নেই। দেশের চলমান পরিস্থিতিতে আমাদেরকে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক সরকারের পথ খুঁজতে হবে।

সভায় বক্তারা বলেন দেশের অস্থিরতার সুযোগে একটি অপশক্তি বিডিয়ার হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সেনাবাহিনী ও বিডিয়ারকে ধ্বংস করেছে। সীমান্ত এখন কার ইশারায় চলে, দেশের সার্বভৌমত্ব বলতে কী আছে? তা এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ রক্ষায় তীব্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দরা। সভায় পেশাজীবী নেতারা ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবী জানান। বক্তারা বলেন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা হজতাকান্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তারা বলেন বাংলাদেশে আজ রক্তের হুলিখেলা চলছে। এঅবস্থা থেক জাতীকে রক্ষা করতে হবে। বক্তারা বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও তাঁকে উদ্দেশ্যমুলুক ভাবে গ্রেফতারের চেষ্টার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। সেমিনারে সাংবাদিক, আইনজীবী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।