লন্ডনে রবিবার সকালে মাতাল অবস্থায় গাড়ী চালিয়ে ৫ পথচারীকে গুরুতর আহত করেছে এক ড্রাইভার। এর মধ্যে ২৫ বছর বয়সী এক পুরুষের অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৮টায় সাউথ ইস্ট লন্ডনের বিলিংহামের ব্রমলি রোড়ে।
আহতদের মধ্যে রয়েছে ৩৫ বয়সী একজন মহিলা, ২৫, ৩৬ ও ৪৫ বছর বয়সী আরো তিনজন পুুরুষ রয়েছে। পুলিশ ড্রাইভারকে আটক করেছে মাতাল অবস্থায় দ্রুতগতিতে গাড়ী চালানোর অপরাধে। এদিকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় ড্রাইভারকেও সাউথ লন্ডন হসপিটালে ভর্তি করা হয়।
এম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহত ব্যক্তিদের, মাথায়, বুকে ও পায়ে মারাত্মক জখম রয়েছে। এদিকে এক প্রত্যক্ষ দর্শী জানিয়েছে।