সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকী উপলক্ষে শুক্রবার পূর্ব লন্ডনের ‘আলতাব আলী পার্ক’-এ এক প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে ‘বাংলাদেশ জার্নলিস্ট এসোসিয়েশন ইউকে’।
ইউনিভার্সেল ভয়েস ফর জাস্টিস, ভয়েস ফর জাস্টিস ইউকেসহ বিভিন্ন মানবতাবাদী সংগঠন এই প্রতিবাদ সমাবেশের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশ করে।
বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক বর্ষণ কবিরের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক বদরুজ্জামান বাবুল, শিহাবুজ্জামান কামাল, মাহবুব আলী, আফসর উদ্দিন, খান জামাল মো. নুরুল ইসলাম, কায়সার আহমদ, আশিক মাহমুদ, আমিমুল এহসান তানিম, মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ বাকী, রফিক আহমদ রফিক, আব্দুল বাছিত বাদশা, আব্দুল কাদির মুরাদ, নুর বখস প্রমুখ।
সভায় বক্তারা অনতিবিলম্বে সাগর-রুনীর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।