বিনোদন ডেস্ক:: দেব-রুক্মিণীর সম্পর্কটা এখন কলকাতার মিডিয়া ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’ ব্যাপার। এক সঙ্গে রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’এ প্রথম বার অনস্ক্রিন দেখা যাবে এই জুটিকে। এটাই রুক্মিণীর প্রথম সিনেমা।
এই ছবির মাধ্যমেই টলিউডে পা রাখছেন তিনি। আপাতত চলছে ছবির ডাবিংয়ের কাজ। সম্প্রতি সেখানেই লুকিয়ে রুক্মিণীর একটি ভিডিও তোলেন পরিচালক। তার পর তা আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নাকি বেশ রেগেই গিয়েছেন দেব!
ঘটনাটি ঠিক কী?
আসলে ডাবিং স্টুডিওতে গিয়ে নাচছিলেন রুক্মিণী। সেই ভিডিও তুলে টুইট করেন রাজ।
তিনি লেখেন, ‘ভগবান, এটা কী হচ্ছে? রুক্মিণী আমাকে বিশ্বাস করতে বোলো না, এটা চ্যাম্পের ডাবিং!’ যা দেখে দেব টুইট করেছেন, ‘উফ্, এই মেয়েটা…ডাবিং আর নাচ দু’টোই এক ওর কাছে!’
সব শেষে উত্তর দিয়েছেন রুক্মিণী। তিনি লিখেছেন, ‘দেব, আমি সত্যি বলছি, বিশ্বাস কর। আমি শুধু চরিত্রের মধ্যে ঢোকার চেষ্টা করছিলাম। আজ তো নিজে পোজ দিয়ে ছবিও তুলিনি।’
যদিও পুরো ব্যাপারটা নিয়ে মজা করে করেছেন এই তারকারা। দেব ও রাজ ইচ্ছে করেই রুক্মিণীকে খোঁচা মেরেছেন। আর সেটা বেশ উপভোগও করছেন দেব গার্লফ্রেন্ড।