বিনোদন ডেস্ক:: দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস। বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। একটা সময় ছিল, যখন শাকিব খানের সিনেমায় সহশিল্পী অপু বিশ্বাস থাকতেন। অপুকে সিনেমায় নায়িকা চরিত্রে নেয়ার বিষয়েও প্রযোজকদের মতামত দিতেন শাকিব, এমন কথাও শোনা যায়।
কিন্তু গত বছরের মাঝামাঝি সময় পাঁচটি সিনেমার শুটিং বাকি রেখেই হঠাৎ চলচ্চিত্রাঙ্গন থেকে উধাও হয়ে যান অপু বিশ্বাস। চলচ্চিত্রসংশ্লিষ্টরা তার সঙ্গে যোগাযোগের বহু চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর শাকিব-অপুর সর্ম্পকের ভাটা, অপুর বিয়ে, বাচ্চাসহ নানা গুঞ্জন ওঠে চলচ্চিত্র পাড়ায়।
কিন্তু সকল গুঞ্জন দূরে ঠেলে দিয়ে হঠাৎ করে গত মাসে ঢাকা আসেন অপু বিশ্বাস। বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি নিজেই এ খবর জানান। তখন তিনি জানিয়েছেন, খুব শিগগিরই সবার সামনে হাজির হবেন। তখন হঠাৎ উধাও হওয়ার বিষয়টি খুলে বলবেন এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিবেন। নির্মাতারা এখনো অপুর বিষয়ে শাকিব খানের সঙ্গেই আলাপ করছেন। কেননা এক মাস পার হলেও নির্মাতারা এখনো অপুর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
নির্মাতাদের ধারণা, অপুর ফিরে আসার পেছনে কলকাঠি নেড়েছেন শাকিব খান। শাকিব শুটিং শিডিউল দিলেই অপু চলে আসবেন। এখনো অপু শাকিবের কথার বাহিরে যান না। শাকিব খানের পরিবারের লোকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অপু বিশ্বাস। বিশেষ করে শাকিব খানের বাবার সঙ্গে অপুর কথা হয়।
বর্তমানে অপুর ওজন বেড়ে গেছে। ওজন কমিয়ে এক মাসের মধ্যে শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তখন আবার শাকিব-অপু জুটি বেঁধে সিনেমায় কাজ করবেন।
বিশ্বস্ত সূত্র জানায়, অনেকেই হয়তো মনে করছেন শাকিব অপুর সম্পর্ক ভালো নেই। বিষয়টি একদমই মিথ্যা। তাদের সম্পর্ক এখনো আগের মতোই রয়েছে। শাকিব-বুবলির ‘অহংকার’ সিনেমার শুটিং শেষ হলেই অপু আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। তখন শাকিব-অপুর নতুন সিনেমার ঘোষণাও আসবে বলে জানা যায়।