ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭
  • 586


শাবি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিবিএ ও আইপিই বিভাগের মধ্যকার খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নজরুল, খলিলুর, আরিফ হোসেন, মোশাররফ হোসেন এবং জাকির হোসেন ও আবু হাসান মোল্লা আহত হয়।

সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, এটা দুটি বিভাগের মধ্যকার ঝামেলা। ছাত্রলীগের কেউ যদি ঘটনার সাথে জড়িত থাকে তাহলে দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

সহ সভাপতি অঞ্জন রায় বলেন, খেলা চলাকালীন সময়ে সভাপতি পার্থের অনুসারীরা হল থেকে অস্ত্র নিয়ে মাঠে এসে হামলা চালায়। আমরা সাংগঠনিকভাবে বিচার চাইব।

সহকারী প্রক্টর আলমগীর কবির বলেন, বিভাগীয় বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ছাড় দেয়া হবে না। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেব।

ট্যাগস :

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

আপডেট সময় : ১২:০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭


শাবি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিবিএ ও আইপিই বিভাগের মধ্যকার খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নজরুল, খলিলুর, আরিফ হোসেন, মোশাররফ হোসেন এবং জাকির হোসেন ও আবু হাসান মোল্লা আহত হয়।

সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, এটা দুটি বিভাগের মধ্যকার ঝামেলা। ছাত্রলীগের কেউ যদি ঘটনার সাথে জড়িত থাকে তাহলে দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

সহ সভাপতি অঞ্জন রায় বলেন, খেলা চলাকালীন সময়ে সভাপতি পার্থের অনুসারীরা হল থেকে অস্ত্র নিয়ে মাঠে এসে হামলা চালায়। আমরা সাংগঠনিকভাবে বিচার চাইব।

সহকারী প্রক্টর আলমগীর কবির বলেন, বিভাগীয় বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ছাড় দেয়া হবে না। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেব।