ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের দুর্গাপূজায় ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারকে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চিঠি ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি সোহরাওয়ার্দীতে চার দিনের ‘জুলাই জাগরণ’: সাংস্কৃতিক চেতনায় ফিরে দেখা ২০২৪ বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতা‌লি গে‌ছেন ৯ হাজার ৭৩৫ জন বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সুনামির সতর্কতায় জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ছাড়ল সব কর্মী

শাহরুখকে নতুন এক্সম্যান রূপে দেখতে চান বিদায়ী এক্সম্যান(ভিডিও)

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • 320

বিনোদন ডেস্ক:: হলিউডের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা সিনেমার নাম এক্সম্যান সিরিজ। তবে আসছে ৩ মার্চ মুক্তি পাচ্ছে হিউ জ্যাকম্যান অভিনীত সিনেমা ‘লোগান’। এর মধ্যদিয়ে হিউয়ের উলভারিন বা এক্স-ম্যান সফর শেষ হচ্ছে। ১৭ বছর ধরে এ ফ্র্যাঞ্চাইজিতে উলভারিন চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

তবে হিউ জ্যাকম্যানের পর এই চরিত্রে কে আসবেন সেটা নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। এনডিটিভি,বলিউড লাইফ, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বেশকিছু গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। উলভারিন চরিত্রে শাহরুখ আসতে পারেন বলে।

ভারতীয় সাংবাদিক রাজীব মাসান্দের সঙ্গে এক সাক্ষাৎকারে হিউ জ্যাকম্যান বলেন, ‘আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আশা করছি, অন্য কেউ চরিত্রটিতে অভিনয় করবেন। শাহরুখ খানও এতে অভিনয় করতে পারেন।’

জ্যাকম্যান আরো বলেন, কমিক বইয়ের একটি সুবিধা হলো এতে অনেক মানুষ একই চরিত্রে অভিনয় করতে পারেন। এর আরো ছয়টি গল্প রয়েছে। যা নিয়ে সিনেমা বানানো সম্ভব। আমার অনুভূতি ভালো হোক আমি এটাই চাই। কিন্তু আমার চেয়ে অনেক ভালো হোক তা নয়। একটু ভালো হলে সমস্যা নেই।

উল্লেখ্য, শাহরুখের সঙ্গে এক্সম্যান হিরো জ্যাকম্যানের সম্পর্কটা বেশ ভাল। ২০১১ সালে ভারতে আসেন হিউ। তখন শাহরুখ খান তার আতিথেয়তার দায়িত্ব পালন করেছিলেন। এমনকি তারা এক অনুষ্ঠানে একসঙ্গে ডান্সও করেন।

https://youtu.be/OVzngsVQ0Ss

ট্যাগস :

ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের

শাহরুখকে নতুন এক্সম্যান রূপে দেখতে চান বিদায়ী এক্সম্যান(ভিডিও)

আপডেট সময় : ১১:৪৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭

বিনোদন ডেস্ক:: হলিউডের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা সিনেমার নাম এক্সম্যান সিরিজ। তবে আসছে ৩ মার্চ মুক্তি পাচ্ছে হিউ জ্যাকম্যান অভিনীত সিনেমা ‘লোগান’। এর মধ্যদিয়ে হিউয়ের উলভারিন বা এক্স-ম্যান সফর শেষ হচ্ছে। ১৭ বছর ধরে এ ফ্র্যাঞ্চাইজিতে উলভারিন চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

তবে হিউ জ্যাকম্যানের পর এই চরিত্রে কে আসবেন সেটা নিয়ে ইতোমধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। এনডিটিভি,বলিউড লাইফ, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বেশকিছু গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। উলভারিন চরিত্রে শাহরুখ আসতে পারেন বলে।

ভারতীয় সাংবাদিক রাজীব মাসান্দের সঙ্গে এক সাক্ষাৎকারে হিউ জ্যাকম্যান বলেন, ‘আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আশা করছি, অন্য কেউ চরিত্রটিতে অভিনয় করবেন। শাহরুখ খানও এতে অভিনয় করতে পারেন।’

জ্যাকম্যান আরো বলেন, কমিক বইয়ের একটি সুবিধা হলো এতে অনেক মানুষ একই চরিত্রে অভিনয় করতে পারেন। এর আরো ছয়টি গল্প রয়েছে। যা নিয়ে সিনেমা বানানো সম্ভব। আমার অনুভূতি ভালো হোক আমি এটাই চাই। কিন্তু আমার চেয়ে অনেক ভালো হোক তা নয়। একটু ভালো হলে সমস্যা নেই।

উল্লেখ্য, শাহরুখের সঙ্গে এক্সম্যান হিরো জ্যাকম্যানের সম্পর্কটা বেশ ভাল। ২০১১ সালে ভারতে আসেন হিউ। তখন শাহরুখ খান তার আতিথেয়তার দায়িত্ব পালন করেছিলেন। এমনকি তারা এক অনুষ্ঠানে একসঙ্গে ডান্সও করেন।

https://youtu.be/OVzngsVQ0Ss