কোম্পানীগঞ্জ সংবাদদাতা:: কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলা কেটে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে ট্রাক্টর চালকের প্রাণহানির ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫/৭ জনকে।
গত বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় টিলার জায়গার লীজ গ্রহীতা ও নিহত ইয়াকুব আলীর পিতা রজব আলী ও গর্তের মালিক আব্দুল হান্নানকে আসামী করা হয়েছে।
এদিকে, অবৈধভাবে টিলা খুঁড়ে পাথর উত্তোলনের দায়ে আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানাসূত্র জানিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ আলতাফ হোসেন জানান, টিলা ধসে ট্রাক্টর চালকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতেই জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং এ ঘটনায় আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জের শাহ আরফিনে পাথর উত্তোলনের গর্ত ধসে আরো একজনের মৃত্যু হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জের নবাগত ইউএনও মুহাম্মদ আবুল লাইছ ও কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করে। আটককৃতরা হলো- নিহত ইয়াকুবের পিতা রজব আলী, দানা মিয়া ও সাহাবুদ্দিন।