ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শুরুতেই বাজিমাত কপিলের!

  • প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
  • 336

1353
ছোট পর্দার কৌতুক অভিনেতা হিসেবে এরই মধ্যে বেশ সমাদৃত হয়েছে কপিল শর্মা। এবার তার প্রথম ছবি ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবি মুক্তি পেয়েছে। মুক্তির দুইদিনেই ১৮.৭৮ কোটি রুপি আয় করেছে।

রবিবার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে বলেছেন, বক্স অফিসে ছবিটি ভালো অবস্থানে আছে। প্রথম ছবিতে কপিলের দর্শকরা তাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে।
আদর্শ বলেছেন, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটির আয় ৩০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।

তিনি বলেছেন, পরিচালক আব্বাস-মুস্তান নিশ্চয়ই শেষ হাসিটা হাসছেন।

এর আগে করণ জোহরের ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটি মুক্তির প্রথম দিনে ৭.৫ কোটি রুপি আয় করেছিল। ছবিটিতে তিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের প্রথম ছবি ছিল।

এছাড়া, ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবিটি মুক্তির পর প্রথম দিনের আয়ে সুরাজ পাঞ্চোলি ও আথিয়া অভিনীত ‘হিরো’ ছবিকেও ছাড়িয়ে গেছে। ‘হিরো’ আয় করেছিল ৬ কোটি রুপির কাছাকাছি।

কপিলের ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবিটি মুক্তির প্রথম দিনের আয়ের হিসাবে পেছনে পড়েছে শুধু ‘বজরঙ্গি ভাইজান’, ‘এবিসিডি ২’ এবং ‘ওয়েলকাম ব্যাক’ ছবির কাছে। কিন্তু এগিয়ে আছে ‘ব্রাদার্স’ ও ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবির প্রথম দিনের আয় থেকে।

ট্যাগস :

শুরুতেই বাজিমাত কপিলের!

আপডেট সময় : ১১:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫

1353
ছোট পর্দার কৌতুক অভিনেতা হিসেবে এরই মধ্যে বেশ সমাদৃত হয়েছে কপিল শর্মা। এবার তার প্রথম ছবি ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবি মুক্তি পেয়েছে। মুক্তির দুইদিনেই ১৮.৭৮ কোটি রুপি আয় করেছে।

রবিবার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে বলেছেন, বক্স অফিসে ছবিটি ভালো অবস্থানে আছে। প্রথম ছবিতে কপিলের দর্শকরা তাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে।
আদর্শ বলেছেন, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটির আয় ৩০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।

তিনি বলেছেন, পরিচালক আব্বাস-মুস্তান নিশ্চয়ই শেষ হাসিটা হাসছেন।

এর আগে করণ জোহরের ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিটি মুক্তির প্রথম দিনে ৭.৫ কোটি রুপি আয় করেছিল। ছবিটিতে তিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের প্রথম ছবি ছিল।

এছাড়া, ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবিটি মুক্তির পর প্রথম দিনের আয়ে সুরাজ পাঞ্চোলি ও আথিয়া অভিনীত ‘হিরো’ ছবিকেও ছাড়িয়ে গেছে। ‘হিরো’ আয় করেছিল ৬ কোটি রুপির কাছাকাছি।

কপিলের ‘কিস কিসকো পেয়ার কারু’ ছবিটি মুক্তির প্রথম দিনের আয়ের হিসাবে পেছনে পড়েছে শুধু ‘বজরঙ্গি ভাইজান’, ‘এবিসিডি ২’ এবং ‘ওয়েলকাম ব্যাক’ ছবির কাছে। কিন্তু এগিয়ে আছে ‘ব্রাদার্স’ ও ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবির প্রথম দিনের আয় থেকে।