ঢাকা সংবাদদাতা: বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের বাড়ি ‘গুডস হিল’ থেকে ১৬ জন বিএনপির নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে তাদের আটক করা হয়।
চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন শনিবার রাতে সাংবাদিকদেরকে বলেন, গুডস হিলে গোপন বৈঠকের খবর শুনে অভিযান চালানো হয়। বাড়ির মূল ফটকের ভেতর থেকে ১৬ জনকে আটক করা হয়।
ওসি বলেন, একসঙ্গে এত লোকজন থাকায় সন্দেহ তৈরি হয়। কারণ সেখানে কোনো রাজনৈতিক সভা-সমাবেশ ছিল না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, আটক ১৬ জনের বাড়ি রাঙ্গুনিয়ায়। তাদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী রয়েছেন।
পুলিশের অভিযানের সময় ওই বাড়িতে অবস্থান করছিলেন সাকার ছোট ভাই ও বিএনপির নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।