নিজস্ব প্রতিবেদক:: ২৬ শে অক্টোবর সিলেটে শুরু হচ্ছে ইংলিশ অলিম্পিয়াডের বাছাই পর্ব। সিলেটে WOC (Worldwide Organization for Charity) এবং English Olympiad এর যৌথ উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ইংরেজির বেসিক নিয়ে সব পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সিলেটের ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে শুরু হচ্ছে ইংলিশ অলিম্পিয়াডের এ বাছাই পর্ব।এ উপলক্ষে আগামী ২৫শে অক্টোবর (বৃহস্পতিবার) সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব হলরুমে দুপুর ১২ ঘটিকার সময় এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত সাংবাদ সম্মেলনে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন সিলেটে ইংলিশ অলিম্পিয়াড। উল্লেখ্য, দেশব্যাপী এখন চলছে ইংলিশ অলিম্পিয়াডের জেলা পর্যায়ের বাছাই পর্ব। এরই ধারাবাহিকতায় আগামী ২৬ শে অক্টোবর শুক্রবার সিলেটের ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হবে ইংলিশ অলিম্পিয়াডের সিলেট জেলা বাছাই পর্ব।